ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

তাড়াশে ভটভটির ধাক্কায় শিশুসহ নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের তাড়াশে ভটভটি গাড়ির ধাক্কায় অটোভ্যান চালক ও এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোব) সকাল সাড়ে ৯টার দিকে তাড়াশ-মহিষলুটি আঞ্চলিক সড়কের উলিপুর ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
এঘটনায় নিহতরা হলেন- তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. জনি (১২) এবং কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে মো. হাইফোত হোসেন।
পুলিশ জানায়, সকালে একটি গরু বোঝায় ভটভটি গাড়ি নওঁগা হাটের দিকে যাবার পথে বেপরোয়া গতিতে অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানের চালক হাইফোত হোসেন ও অটোরিকশায় থাকা শিশু জনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ওসি জিয়াউর রহমান মুঠোফোনে বলেন, ব্রিজের কাছে পৌঁছানো মাত্রই ভটভটি গাড়িটি ব্রেক ফেইল করে অটোভ্যানকে চাপা দেয়। এতে মোট চারজন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি আহত দুজন চিকিৎসাধীন আছেন। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তাড়াশে ভটভটির ধাক্কায় শিশুসহ নিহত ২

আপডেট সময় :

সিরাজগঞ্জের তাড়াশে ভটভটি গাড়ির ধাক্কায় অটোভ্যান চালক ও এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোব) সকাল সাড়ে ৯টার দিকে তাড়াশ-মহিষলুটি আঞ্চলিক সড়কের উলিপুর ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
এঘটনায় নিহতরা হলেন- তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. জনি (১২) এবং কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে মো. হাইফোত হোসেন।
পুলিশ জানায়, সকালে একটি গরু বোঝায় ভটভটি গাড়ি নওঁগা হাটের দিকে যাবার পথে বেপরোয়া গতিতে অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানের চালক হাইফোত হোসেন ও অটোরিকশায় থাকা শিশু জনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ওসি জিয়াউর রহমান মুঠোফোনে বলেন, ব্রিজের কাছে পৌঁছানো মাত্রই ভটভটি গাড়িটি ব্রেক ফেইল করে অটোভ্যানকে চাপা দেয়। এতে মোট চারজন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি আহত দুজন চিকিৎসাধীন আছেন। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।