নড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
- আপডেট সময় : ১১০ বার পড়া হয়েছে
নড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে মিডিয়াকর্মীদের অংশগ্রহনে কনসালটেশন ওয়ার্কশপ শুরু হয়েছে। অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে,সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুর রশিদ এর উপস্থাপনায় এবং জেলা তথ্য অফিস নড়াইল এর আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল এগারোটায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয় । টাইফয়ৈড জ¦র থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকার ইপিআই কর্মসূচীর আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। দুইভাবে টিকাদান কর্মসূচী পালিত হবে। ১২অক্টোবর থেকে ৩০অক্টৈাবর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্-প্রাথমিক থেকে ৯ম শ্রেনি পর্যন্ত যাদের বয়স ৯মাস থেকে ১৫বছরের কম বয়সী তাদের টিকা দেওয়া হবে। আর শিক্ষা প্রতিষ্টান বহির্ভূত ঐ একই বয়সের সকল ছেলে মেয়েদের টিকা দেওয়া হবে পূর্বের নির্ধারিত কমিউনিটি সেন্টার থেকে। নড়াইলে ২লক্ষ ১৩হাজার ৭১৫জনকে এই টিকাদান কমৃসূচীর আওতায় আনা হয়েছে। যে সকল ছেলে মেয়েদের জন্ম নিবন্ধন নাই বা যাহারা অনলাইনে টাইফয়েড টিকাদান নিবন্ধন করতে পারে নাই তাদের রেজিষ্ট্রেশন করার জন্য কর্তৃপক্ষ সহকারী টিকাদান কর্মীর সাথে যোগাযোগ করতে বলেছেন। দূষিত খাবার,পানি পান এবং স্বাস্থ্যবিধি স্যানিটেশন এর অভাবে টাইফয়েড জ¦র ছড়াতে পারে। টাইফয়েড টিকা অত্যন্ত নিরাপদ। টিকা গ্রহনের পর অন্যান্য টিকার ন্যায় যেমন-টিকাস্থানে লালচে হওয়া, সামান্য মাথা ব্যথা, মৃদু জ¦র, ক্লান্তি ভাব ইত্যাদি হতে পারে যা এমনিতেই ভালো হয়ে যায় বলে জানিয়েছেন নড়াইল এর সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুর রশিদ। এই টিকাটি গ্লাক্সো স্পিথ কোম্পানির যা শতভাগ হালাল বলে দাবি করেন সিভিল সার্জন। এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, জেলা তথ্য অফিসার মোঃ রোস্তম আলী,ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।

















