বাগেরহাটে পুলিশের অভিযানে দুই মাদক কারবারি আটক
- আপডেট সময় : ৪০ বার পড়া হয়েছে
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবা, ০১ কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের ১,৬৩,২০০/- টাকা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির শেখ মনি শেখ ও তার এক সহযোগী রাসেল হোসেন গ্রেফতার করেছে।
বাগেরহাটের পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নি:) জনাব মোঃ শরিফুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, বাগেরহাট এর দায়িত্বে এসআই(নি:) মনির হোসেন, এসআই (নি:) স্নেহাশিস দাশ, এসআই (নি:)বিপ্লব রায়, এএসআই(নি:) মাফুজুর রহমান, এএসআই (নি:)মো: মাহাতাব উদ্দিন, এএসআই (নি:) সেলিম ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন বারাশীয়া গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির শেখ মনি শেখ এর বাড়িতে ১১/১০/২০২৫ খ্রিঃ রাত্র ০২:৫৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে মনির শেখ মনি শেখ (৪৬), পিতা- মৃত আব্দুল হামিদ শেখ, সাং-বারাশিয়া (মধ্যপাড়া) ও ২। মোঃ রাসেল হোসেন (৩৫), পিতা-মোঃ রাজ্জাক হোসেন, সাং-আট্টাকী, উভয় থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাটদ্বয়কে আসামি মনির শেখ মনি শেখ এর বসত বাড়ির ছাদের উপর থেকে গ্রেফতার করা হয়। ঐ সময় মনির শেখ মনি শেখ এর হেফাজত হতে ১০০০ (এক হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ১,৬৩,২০০/-(এক লক্ষ তেষট্টি হাজার দুই শত) টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও আসামী রাসেল হোসেন এর হেফাজত হতে ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উক্ত ঘটনা সংক্রান্তে ফকিরহাট মডেল থানার মামলা নং-০৭, তারিখ- ১১/১০/২০২৫খ্রি. ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) এবং ১৯(ক) রুজু করা হয়েছে।
















