আলমনগরে মেধাবৃত্তি ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- আপডেট সময় : ৫৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর এ.কে কিন্ডারগার্টেনে গতকাল শনিবার উৎসবমুখর পরিবেশে মেধাবৃত্তি ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল মালেক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক গোলাম কিবরিয়া ও সাংবাদিক খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. আবু মুছা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষক নেতা ও লাপাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরশেদুল ইসলাম লিটন, সমাজসেবক শরিফুল ইসলাম, হাবিবুর রহমান, মো. কামাল উদ্দিন, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, নূরে আলম, মো: আনোয়ার খলিলুর প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করে পড়াশোনায় আরও মনোযোগী হতে। তারা শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল, অভিভাবকদের প্রতি অনুগত এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে মেধাবৃত্তি প্রাপ্ত ও বার্ষিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
















