ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

ইটনায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ৪১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে রুমান মিয়া(২১) নামে একজন নিহত ও উভয়পক্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। নিহত রুমান মিয়া মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের জালালউদ্দিনের পুত্র। তিনি গত রবিবার(১২ অক্টোবর) রাত ১০টার দিকে সিলেটের ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর ইকবাল। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, গজারিয়া গ্রামের জসিম মেম্বার গোষ্ঠী ও করিম মিয়ার গোষ্ঠীর লোকদের মধ্যে দীর্ঘদিন ধরেই জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি একটি গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চরমে ওঠে। বিষয়টি নিয়ে সামাজিক বিচারের আয়োজন করা হলেও রবিবার দুপুরে উভয়পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত সংঘর্ষ চলে। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে জসিম মেম্বার গোষ্ঠীর রুমান মিয়া গুরুতর আহত হওয়ার পর তাকে সিলেটের ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তিনি মারা যান।
মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দারুল ইসলাম হতাহতের ঘটনা স্বীকার করে জানান, বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইটনায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

আপডেট সময় :

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে রুমান মিয়া(২১) নামে একজন নিহত ও উভয়পক্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। নিহত রুমান মিয়া মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের জালালউদ্দিনের পুত্র। তিনি গত রবিবার(১২ অক্টোবর) রাত ১০টার দিকে সিলেটের ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর ইকবাল। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, গজারিয়া গ্রামের জসিম মেম্বার গোষ্ঠী ও করিম মিয়ার গোষ্ঠীর লোকদের মধ্যে দীর্ঘদিন ধরেই জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি একটি গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চরমে ওঠে। বিষয়টি নিয়ে সামাজিক বিচারের আয়োজন করা হলেও রবিবার দুপুরে উভয়পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত সংঘর্ষ চলে। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে জসিম মেম্বার গোষ্ঠীর রুমান মিয়া গুরুতর আহত হওয়ার পর তাকে সিলেটের ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তিনি মারা যান।
মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দারুল ইসলাম হতাহতের ঘটনা স্বীকার করে জানান, বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।