ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

কাঁঠালিয়ায় বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় কর্মবিরতি

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • আপডেট সময় : ৮৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির অংশ হিসেবে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
মুল বেতনের ২০ শতাংশ হারে বাড়ীভাড়া ভাতা বৃদ্ধির দাবীতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে এই কর্মবিরতি পালন করা হয়।
আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে আমুৃয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ, মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজ, কাঁঠালিয়া পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ, বানাই হাই স্কুল, শানে এলাহী দাখিল মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ক্লাসে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন।
গত রোববার বিকেলে রাজধানীর কেন্দ্রিয় শহীদ মিনারে অবস্থান কর্মসুচী থেকে এই অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষনা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশি জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।
এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচী চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাইন্ড গ্রেনেট নিক্ষেপের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শিক্ষকরা পাঠদান বন্ধ রাখলে শিক্ষার্থীরাও একাত্নতা প্রকাশ করে।
আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের শিক্ষার্থী আদনান আহম্মেদ বলেন, আমাদের শিক্ষকরা আমাদের ভবিষ্যত গড়ে দেন। তাদের প্রতি অবিচার হলে আমরা নিশ্চপ থাকতে পারিনা।
আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম বলেন, দীর্ঘদিন ধরে বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবীতে আন্দোলন করছি। কিন্তু প্রতিবারই কেবল আশ্বাস পাই, বাস্তবায়ন হয় না। এবার আশ্ব¦াস নয়, বাস্তব পদক্ষেপ চাই।
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান বলেন, রাজধানীতে আমাদের সহকর্মীদের ওপর পুলিশের হামলা অত্যান্ত দূঃখজনক ও অপমান। শিক্ষক সমাজ এ ধরনের আচরণ মেনে নিতে পারেনা। তাই কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে আমরাও ক্লাস বন্ধ রেখেছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাঁঠালিয়ায় বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় কর্মবিরতি

আপডেট সময় :

শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির অংশ হিসেবে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
মুল বেতনের ২০ শতাংশ হারে বাড়ীভাড়া ভাতা বৃদ্ধির দাবীতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে এই কর্মবিরতি পালন করা হয়।
আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে আমুৃয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ, মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজ, কাঁঠালিয়া পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ, বানাই হাই স্কুল, শানে এলাহী দাখিল মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ক্লাসে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন।
গত রোববার বিকেলে রাজধানীর কেন্দ্রিয় শহীদ মিনারে অবস্থান কর্মসুচী থেকে এই অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষনা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশি জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।
এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচী চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাইন্ড গ্রেনেট নিক্ষেপের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শিক্ষকরা পাঠদান বন্ধ রাখলে শিক্ষার্থীরাও একাত্নতা প্রকাশ করে।
আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের শিক্ষার্থী আদনান আহম্মেদ বলেন, আমাদের শিক্ষকরা আমাদের ভবিষ্যত গড়ে দেন। তাদের প্রতি অবিচার হলে আমরা নিশ্চপ থাকতে পারিনা।
আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম বলেন, দীর্ঘদিন ধরে বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবীতে আন্দোলন করছি। কিন্তু প্রতিবারই কেবল আশ্বাস পাই, বাস্তবায়ন হয় না। এবার আশ্ব¦াস নয়, বাস্তব পদক্ষেপ চাই।
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান বলেন, রাজধানীতে আমাদের সহকর্মীদের ওপর পুলিশের হামলা অত্যান্ত দূঃখজনক ও অপমান। শিক্ষক সমাজ এ ধরনের আচরণ মেনে নিতে পারেনা। তাই কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে আমরাও ক্লাস বন্ধ রেখেছি।