ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

শেরপুরে সড়ক দূর্ঘটনায় জামায়াত নেতা নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল ডাইভিং করার সময় হাইওয়ে রোডের সাইড ওয়ালের সঙ্গে ধাক্কা লেগে আবুল কালাম বিশ্বাস নামের এক জামায়াত নেতা নিহত হয়েছেন।
গতকাল সোমবার উপজেলা ছোনকা বাজারের উত্তর পার্শ্বে আন্ডারপাস ব্রীজ সংলগ্ন হাইওয়ে রোডের সাইড ওয়ালের সাথে মোটরসাইকেল চালকের ধাক্কা লাগার পরে আহত হন চালক। স্থানীয়রা সঙ্গে সঙ্গে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন।
নিহত আবুল কালাম বিশ্বাস সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সিমলা বিশ্বাসপাড়া গ্রামের বাসিন্দা। তিনি রায়গঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক ও উপজেলা জামায়াতে নায়েবে আমির ।
নিহতের বোনের জামাই খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আবুল কালাম বিশ্বাস বগুড়ায় জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির কর্মসূচি শেষে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। ছোনকা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
শেরপুর হাইওয়ে ক্যাম্পের অফিসার ইনচার্জ পরিদর্শক মো. আজিজুল ইসলাম বলেন, ছোনকা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা লাগলে গুরুতর আহত হন আবুল কালাম বিশ্বাস। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে সড়ক দূর্ঘটনায় জামায়াত নেতা নিহত

আপডেট সময় :

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল ডাইভিং করার সময় হাইওয়ে রোডের সাইড ওয়ালের সঙ্গে ধাক্কা লেগে আবুল কালাম বিশ্বাস নামের এক জামায়াত নেতা নিহত হয়েছেন।
গতকাল সোমবার উপজেলা ছোনকা বাজারের উত্তর পার্শ্বে আন্ডারপাস ব্রীজ সংলগ্ন হাইওয়ে রোডের সাইড ওয়ালের সাথে মোটরসাইকেল চালকের ধাক্কা লাগার পরে আহত হন চালক। স্থানীয়রা সঙ্গে সঙ্গে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন।
নিহত আবুল কালাম বিশ্বাস সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সিমলা বিশ্বাসপাড়া গ্রামের বাসিন্দা। তিনি রায়গঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক ও উপজেলা জামায়াতে নায়েবে আমির ।
নিহতের বোনের জামাই খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আবুল কালাম বিশ্বাস বগুড়ায় জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির কর্মসূচি শেষে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। ছোনকা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
শেরপুর হাইওয়ে ক্যাম্পের অফিসার ইনচার্জ পরিদর্শক মো. আজিজুল ইসলাম বলেন, ছোনকা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা লাগলে গুরুতর আহত হন আবুল কালাম বিশ্বাস। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।