ফরিদপুরে বিশ্ব শিশু দিবস পালিত
- আপডেট সময় : ২৬২ বার পড়া হয়েছে
বাংলাদেশ শিশু একাডেমী ফরিদপুর জেলা শাখার আয়োজনে এবং জেলা প্রশাসন ফরিদপুরের সার্বিক পৃষ্ঠপোষকতায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৫ উদযাপন উপলক্ষে সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার শিশু একাডেমি ফরিদপুরের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবদুল্লাহ-আল-জব্বার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রায়হান গফুর, যিনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
এর আগে, গত ৬ অক্টোবর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, পিপিএম।
অনুষ্ঠানে আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য ও সঙ্গীত—এই চারটি বিষয়ে মোট ৩৪ জন শিক্ষার্থীকে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
এসময় শিশুদের পরিবেশিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তোলে।
অনুষ্ঠানের সভাপতি ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবদুল্লাহ -আল-জব্বার জানান,”শিশুদের সৃজনশীল বিকাশ ও অধিকার সচেতনতা বৃদ্ধিই এই আয়োজনের মূল লক্ষ্য।”



















