শাহজাদপুরে বিএনপির নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজের আহ্বান নেতৃবৃন্দের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় শাহজাদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রূপপুর নতুনপাড়া বেকারী মাঠে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম আরিফ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মিল্কভিটার সাবেক পরিচালক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও শাহজাদপুর পৌর নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহজাদপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক আবু আল মইন খান রিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক একেজি গগন, বিএনপি নেতা আবু বক্কার চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ হারুন অর রশিদ ঠান্ডু, শাহজাদপুর উলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা মোঃ সেলিম রেজভী, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক হারুন অর রশিদ কাজল, রূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ বিপুল, এবং মুক্তিযোদ্ধা শহীদ সুজনের বোন রাবিয়া খাতুন রোজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক ও বৃহৎ রাজনৈতিক দল। তাই একাধিক ব্যক্তি মনোনয়ন প্রত্যাশা করতেই পারেন। কিন্তু শেষ পর্যন্ত দল যাকে ধানের শীষ প্রতীক প্রদান করবে, তার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”
সভায় প্রধান অতিথি মোঃ জাকির হোসেন বলেন, “আজকের এই আলোচনা সভার উদ্দেশ্য ছিল শাহজাদপুরের সকল নেতাকর্মীর মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য সৃষ্টি করা। ব্যক্তিগত মতপার্থক্য ভুলে আমাদের এক প্ল্যাটফর্মে আসতে হবে। ধানের শীষের মনোনয়ন তারেক রহমান যাকেই প্রদান করুন না কেন, সবাইকে একসাথে থেকে তার বিজয়ের জন্য কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “বিএনপি সরকার আমলে আমি তৎকালীন এমপি সরোয়ারের সঙ্গে শাহজাদপুরে মিল্কভিটা অডিটোরিয়াম, কলেজ খালবাট ব্রিজসহ বহু উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করেছি। এরশাদ সরকারের সময় তাঁতশিল্প রক্ষায় ১৫০ কোটি টাকা ঋণ দেওয়া হলেও, চক্রবৃদ্ধি হারে সুদের কারণে তাঁতিরা দিশেহারা হয়ে পড়েছিলেন। পরে বিএনপি সরকার ক্ষমতায় এসে বেগম খালেদা জিয়ার উদ্যোগে সেই ঋণ মওকুফ করা হয়। শাহজাদপুর বিএনপির ঘাঁটি— এটি ইতিহাসে প্রমাণিত।”বক্তারা আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিশ্বাস করে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। সভা শেষে মাগরিবের নামাজের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া বক্তব্য প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণকে দেখানো হয়। বক্তৃতা প্রদর্শনের সময় উপস্থিত জনতার মাঝে উচ্ছ্বাস ও উৎসাহ লক্ষ্য করা যায়।
আলোচনা সভা শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।



















