নিয়ামতপুর বিএনপির মন্দির পরিদর্শন

- আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
নওগাঁ-১ ( নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি, নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী উপজেলার বিভিন্ন কালি মন্দির পরিদর্শন ও হিন্দু ধর্মাম্বলম্বীদেও সাথে শুভেচ্ছা বিনিময় করেন। গত সোমবার সন্ধ্যায় হতে গভীর রাত পর্যন্ত মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় চলে। একইসঙ্গে তিনি ধানের শীষ প্রতীকের প্রচারণাও চালান।
এই সফরে তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও হাজিনগর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, খলিলুর রহমান, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, নিয়ামতপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মঞ্জুর রহমান মঞ্জু, কার্য নির্বাহী সদস্য মোশারফ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহনেওয়াজ সবুজ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম, হাজিনগর ইউনিয়নের বিএনপি নেতা আল মামুন, সাবেক দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম, বিএনপি নেতা রেজাউল ইসলাম, আব্দুল মতিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন গাজী, নিয়ামতপুর সরকারী কলেজ ছাত্রদল সভাপতি বিদ্যুত মাহাতো নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য নাজমুল হক নাজু।
ডাঃ মোঃ ছালেক চৌধুরী উপজেলার হাজিনগর ইউনিয়নের হাসুরা কালি মন্দির, মোহাম্মাদপুর কালি মন্দির, ফতেপুর কালি মন্দির, ছাতড়া কালি মন্দিরসহ বিভিন্ন পুজা মন্ডপে বেশ কিছু সময় অবস্থান করেন, সকলের খোজ খবর নেন।