সংবাদ শিরোনাম ::
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পথসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
আমার বাংলাদেশ পাটির (এবি পার্টি) উদ্যোগে কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের সবুজপাড়া এলাকায় পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পাটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা এবি পাটির আহবায়ক ডাক্তার নজরুল ইসলাম, সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ জানান বিগত দিনে যত রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিয়েছে এর অর্ধেক বাস্তবায়ন হলে এদেশের প্রতিটি ক্ষেএে উন্নয়ন হত।
পাশাপাশি কুড়িগ্রামের মানুষ আজ সুখে শান্তিতে বসবাস করত।