কালিগঞ্জে নিরাপদ সড়ক দিবসে র্যালি ও আলোচনা সভা

- আপডেট সময় : ৫৭ বার পড়া হয়েছে
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” প্রতিপাদ্যে ঝিনাইদহের কালিগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আজ বুধবার কালিগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ।
পরে উপজলো পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা সহকারি কমিশনার শাহিন আলম, বারবাজার হাইওয়ে পুলিশের সার্জন তানভীর হোসেন,বিআরডিবি কর্মকর্তা খাইরুল হক,উপ-সহকারি পাট কর্মকর্তা ফারুক হোসেন,কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলাম, কালিগঞ্জ কোটচাঁদপুর মহেশপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্বাস আলী সহ সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনে প্রতিনিধিরা অংশ নেন।
এসময়ে বক্তরা বলেন, সড়কে শৃঙ্খলা মেনে চলার মধ্যদিয়ে আমরা আমাদের সভ্যতাকে এগিয়ে নেবো। সড়কে চলার সময় ভাবতে হবে, আপনার পরিবার আছে, তারা বাড়িতে আপনার জন্য অপেক্ষা করছে। আইন প্রয়োগ করে কেবল সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা কঠিন। তাই, সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সড়ক আইন মেনে নিরাপদ গতিতে যানবাহন চালনা করতে হবে। পরিশেষে পৌর এলাকায় সকলে মিলে ফুটপাত উচ্ছেদ ও অবৈধ যানবাহন চলাচলে ব্যবস্থা গ্রহনের বিষয়ে আলোচনা করা হয়।