ঢাকা ১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

মুন্সীগঞ্জের একাধিক হত্যা মামলার আসামী গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামী ও মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগর (৩১) কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে এবং আজ বৃহস্পতিবার মুন্সীগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ৫ আগস্ট গণভ্যুতানের মুখে আওয়ামী সরকার পতনের পর সাগর দেশের বাইরে পালিয়ে যান। পরে কোরিয়া থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়ার পর দেশে ফেরত পাঠানো হয় তাকে। দেশে ফেরার পর কঠোর গোপনীয়তায় ঢাকায় বসবাস শুরু করেন সাগর। গত এক মাস ধরে মহানগর গোয়েন্দা পুলিশ তার গতিবিধি অনুসরণ করে আসছিল।
প্রসঙ্গত, ৪ আগস্ট সারাদেশে কোটা সংস্কারের দাবিতে ছাত্র ও জনতার সমর্থনে মুন্সীগঞ্জে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় অস্ত্র ও ককটেল নিয়ে হামলা চালায় ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিরস্ত্র আন্দোলনকারীরা ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও ডিপজল। এছাড়াও শতাধিক মানুষ আহত হন। এ ঘটনায় সাজ্জাত হোসেন সাগরের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা এবং অন্তত পাঁচটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুন্সীগঞ্জের একাধিক হত্যা মামলার আসামী গ্রেফতার

আপডেট সময় :

মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামী ও মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগর (৩১) কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে এবং আজ বৃহস্পতিবার মুন্সীগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ৫ আগস্ট গণভ্যুতানের মুখে আওয়ামী সরকার পতনের পর সাগর দেশের বাইরে পালিয়ে যান। পরে কোরিয়া থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়ার পর দেশে ফেরত পাঠানো হয় তাকে। দেশে ফেরার পর কঠোর গোপনীয়তায় ঢাকায় বসবাস শুরু করেন সাগর। গত এক মাস ধরে মহানগর গোয়েন্দা পুলিশ তার গতিবিধি অনুসরণ করে আসছিল।
প্রসঙ্গত, ৪ আগস্ট সারাদেশে কোটা সংস্কারের দাবিতে ছাত্র ও জনতার সমর্থনে মুন্সীগঞ্জে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় অস্ত্র ও ককটেল নিয়ে হামলা চালায় ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিরস্ত্র আন্দোলনকারীরা ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও ডিপজল। এছাড়াও শতাধিক মানুষ আহত হন। এ ঘটনায় সাজ্জাত হোসেন সাগরের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা এবং অন্তত পাঁচটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।