টি.আর ও কাবিখা ওয়ান পার্সেন্ট প্রকল্প
৮নং চাপিতলা ইউনিয়নে ব্যাপক রাস্তা সংস্কার কাজ শুরু

- আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
কুমিল্লার মুরাদনগর উপজেলার ৮নং রাজা চাপিতলা ইউনিয়নে চেয়ারম্যান আবু মুছা আল কবিরের নেতৃত্বে টি.আর ও কাবিখা ওয়ান পার্সেন্ট প্রকল্পের আওতায় একাধিক রাস্তার সংস্কার ও উন্নয়ন কাজ শুরু হয়েছে।
এছাড়াও, ইউনিয়নের মাননীয় উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়ার উদ্যোগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক কার্পেটিং করে মেরামতের কাজও হাতে নেওয়া হয়েছে।
প্রকল্পের আওতায় যেসব রাস্তার সংস্কার কাজ চলছে বা শুরু হতে যাচ্ছে সেগুলো হলো—
চাপিতলা হাশেম মিয়া বাড়ি হইতে বাচ্চু মিয়ার বাড়ি পর্যন্ত ইটের সলিং (ওয়ার্ড নং ৬) চাপিতলা বাজার হইতে সেন্টু সরকারের বাড়ি পর্যন্ত ইটের সলিং (ওয়ার্ড নং ৭) ৩️চাপিতলা শিচতিয়া নেজামিয়া দরবার শরীফের মাঠ ভরাট (ওয়ার্ড নং ৮) চাপিতলা মিজান মাষ্টারের বাড়ি হইতে খোকন ডাক্তারের বাড়ি পর্যন্ত ইটের সলিং পুস্করিনীরপাড় মানিক চেয়ারম্যান বাড়ির পাশের ব্রিজ হইতে মাদ্রাসা পর্যন্ত ইটের সলিং খাপুরা নবীনগর রোডের পশ্চিম দিক হয়ে মোহন মিয়ার বাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ এছাড়াও, মাননীয় উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়ার বিশেষ উদ্যোগে— চাপিতলা থেকে নৈরপাড় পর্যন্ত রাস্তা কার্পেটিং করে মেরামত, চাপিতলা থেকে মহেশপুর রোড পর্যন্ত রাস্তা কার্পেটিং করে মেরামত, চাপিতলা বাস স্ট্যান্ড থেকে চাপিতলা বাজার পর্যন্ত রাস্তা কার্পেটিং করে মেরামত করা হচ্ছে।
চেয়ারম্যান আবু মুছা আল কবির বলেন, “জনগণের চলাচলের সুবিধার্থে এবং গ্রামীণ উন্নয়নকে গতিশীল করতে সরকার প্রদত্ত প্রকল্পগুলো সর্বোচ্চ স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে।”
স্থানীয় জনগণ এ উন্নয়ন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ সকল প্রকল্প বাস্তবায়িত হলে ৮নং চাপিতলা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করা হচ্ছে।