কক্সবাজারে অপহরণ চক্রের ২ সদস্যসহ কিশোর তামিম উদ্ধার
- আপডেট সময় : ১০১ বার পড়া হয়েছে
কক্সবাজারে সংঘবদ্ধ অপহরণ চক্রের দৌরাত্ম্য আশংঙ্কা জনক হারে বৃদ্ধি পেয়েছে। পুলিশ প্রতিনিয়ত এসব অপহরণকারী ছিনতাইকারী ও নানাবিধ ক্রাইমারদের গ্রেফতার করে জেল হাজতে পাঠালে ও অল্প সময়েই আবার অপরাধীরা বেরিয়ে আসছে ফলে অপরাধ জগতে হরদম দাপিয়ে বেড়াচ্ছেন এসব চিহ্নিত অপরাধীরা। এবার কক্সবাজার রিজিয়ন ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ’র নেতৃত্বে অপহরণ চক্রের দুই সদস্য কে গ্রেপ্তার করেছে অক্ষত উদ্ধার ও হয়েছে ভিকটিম শিশু তামিম
কক্সবাজার রিজিয়ন ট্যুরিষ্ট পুলিশ জানান, কক্সবাজার সদরের সমিতি পাড়া ২ নং পৌর ওয়ার্ডের সেলিম মোল্লা পুত্র তোফায়েল (১৬) ও উখিয়া উপজেলার মুছনি রোহিঙ্গা ক্যাম্প -ই এলাকার আবু সুফিয়ানের পুত্র মোঃ হাসান (১২) পেশাদার অপহরণ কারী চক্রের সক্রিয় সদস্য।
তারা ঈদগাহ উপজেলার বাঁশ কাটা এলাকার আবুল কাশেমের ১২ বছরের পুত্র তামিম কে ঈদগাহ থেকে অপহরণ করে হোটেল মোটেল জোনে আটকে রেখে তামিমের বাবার নিকট মোটা অংকের (ত্রিশ হাজার টাকা) চাঁদা দাবি করেন। অপহরণের বিষয়টি ট্যুরিস্ট পুলিশের নজরে আসলে তাৎক্ষণিক অপহরণকারী চক্রের কবল থেকে ভিকটিম কে উদ্ধার ও অপহরণ কারীদের গ্রেপ্তারে অভিযান নামেন পাশাপাশি প্রযুক্তি গত সহায়তায় ২৪ অক্টোবর রাত ১০.০০ (দশ) ঘটিকায় অপহরণের শিকার ভিকটিম কে অক্ষত উদ্ধার ও অপহরণকারী দুই সদস্য কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে অপরাধীদের বিরুদ্ধে আইনি বিধি মোতাবেক মামলা রুজু প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
অপহরণের শিকার তামিমের পরিবার প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে সন্তান ( তামিম) কে অক্ষত ফেরত পাওয়ায় এবং অপহরণকারীদের গ্রেপ্তার করায় কক্সবাজার রিজিয়ন ট্যুরিষ্ট পুলিশের প্রধান এডিআইজি আপেল মাহমুদ কে সাধুবাদ জানিয়ে বলেছেন, সত্যিকার একজন কর্মঠ,সৎ ও মানবিক পুলিশ অফিসার এডিআইজি আপেল মাহমুদ।




















