বাইতুল ইজ্জত পাড়া সমাজ কমিটির নির্বাচন সম্পন্ন: নতুন নেতৃত্ব নির্বাচিত
- আপডেট সময় : ২১৮ বার পড়া হয়েছে
কক্সবাজার পৌরসভার ৮ নং ওয়ার্ডস্থ বাইতুল ইজ্জত পাড়া সমাজ কমিটির নির্বাচনে উৎসব মুখর পরিবেশে শুক্রবার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত (মধ্যে ২ ঘন্টা জুমার বিরতি দিয়ে) সুন্দর ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দারা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।
নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক ও দপ্তর সম্পাদক সহ মোট ছয়টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা করেন সমাজ কমিটির গঠিত নির্বাচন কমিশন।
অপ্রতিরোধ্য প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নিম্নলিখিত ব্যক্তিবর্গ নির্বাচিত হন—
সভাপতি:- মোঃ হাসান, সহ-সভাপতি:- মকছুদ আলম, সাধারণ সম্পাদক:- আব্দুল মোতালেব লালু, সাংগঠনিক সম্পাদক:- আনাস মাহামুদ, অর্থ সম্পাদক:- নুরুল আবছার খাঁন, দপ্তর সম্পাদক:- সোলেয়মান সাকীফ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন ফজল করিম।
নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচিত সদস্যরা বাইতুল ইজ্জত পাড়ার উন্নয়ন ও ঐক্যবদ্ধ সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয় প্রবীণ নাগরিক, তরুণ সমাজ ও নারী ভোটারদের মধ্যে স্বস্তির ছাপ দেখা গেছে। নির্বাচন শেষে বিজয়ীদের অভিনন্দন জানাতে এলাকাজুড়ে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।


















