জেলার ৬ বিচারকের নিয়োগ ও বদলী
আবদুর রহিম কক্সবাজারের নতুন জেলা জজ
- আপডেট সময় : ৬২ বার পড়া হয়েছে
মোহাম্মদ আবদুর রহিম’কে কক্সবাজারের নতুন জেলা ও দায়রা পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) মনজুর কাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কক্সবাজারে নতুন জেলা ও দায়রা জজ পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ আবদুর রহিম সহ ৩১ জন জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে দেশের বিভিন্ন বিচারালয়ে পদায়ন করা হয়।কক্সবাজারে নিয়োগ পাওয়া বিচারক মোহাম্মদ আবদুর রহিম বিসিএস (জুডিসিয়াল) ২৪ তম ব্যাচ এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) দ্বিতীয় ব্যাচের একজন সদস্য। ২০০৬ সালে তিনি নবীন বিচারক হিসাবে বাংলাদেশের বিচার বিভাগে যোগ দেন। তিনি বর্তমানে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) পদে কর্মরত রয়েছেন। চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার বাসিন্দা বিচারক মোহাম্মদ আবদুর রহিম আগে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা ও দায়রা জজ) পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর সহধর্মিণী জান্নাতুল ফেরদৌসও একজন বিচারক। তিনিও বর্তমানে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক (জেলা ও দায়রা জজ) পদে কর্মরত রয়েছেন।
কক্সবাজারের সদ্য বিদায়ী জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ গত ২৮ আগস্ট সিলেট বদলী হওয়ার পর থেকে কক্সবাজারের জেলা ও দায়রা জজ এর গুরুত্বপূর্ণ পদটি শূন্য রয়েছে। তখন থেকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মামুনুর রশিদ কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এর অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। নতুন পদায়ন হওয়া বিচারক মোহাম্মদ আবদুর রহিম কক্সবাজারে যোগদান করলে তিনি হবেন কক্সবাজারের ১৯তম জেলা ও দায়রা জজ।
একই প্রজ্ঞাপনে কক্সবাজারের বর্তমান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) এস.এম জিল্লুর রহমানকে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এ বদলী করা হয়েছে। বদলী হওয়া সকল বিচারককে আগামী ২৮ অক্টোবরের মধ্যে বর্তমান নিজ কর্মস্থলের দায়িত্বভার প্রজ্ঞাপনে উল্লেখিত বিচারকের নিকট হস্তান্তর করে সকলকে বদলীকৃত নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।এছাড়া, কক্সবাজারে আরো ৩ জন বিচারককে নিয়োগ এবং একজন বিচারককে বদলী করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) মনজুর কাদের স্বাক্ষরিত ভিন্ন আরেকটা প্রজ্ঞাপনে এ নিয়োগ-বদলী করা হয়। কক্সবাজারে নিয়োগ দেওয়া ৩ বিচারক হলেন- কিশোরগঞ্জের বর্তমান সিনিয়র সহকারী জজ কাজী শরীফুল ইসলামকে কুতুবদিয়া চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীরকে কক্সবাজারের সিনিয়র সহকারী জজ এবং নওগাঁর সহকারী জজ নাজমুল হাসানকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে পদায়ন করা হয়েছে। অপরদিকে, কক্সবাজারের বর্তমান সিনিয়র সহকারী জজ মোঃ ওমর ফারুককে মুন্সিগঞ্জের সিনিয়র সহকারী জজ পদে বদলী করা হয়েছে।


















