টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ৬১ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব–১৫। গ্রেপ্তার ব্যক্তির নাম শহিদ উল্লাহ (২৩)।
র্যাব–১৫–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৬ অক্টোবর) বিকেলে সিপিসি–১ (টেকনাফ ক্যাম্প)–এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অলিয়াবাদ এলাকার শাপলা চত্বরে অভিযান চালিয়ে শহিদ উল্লাহকে গ্রেপ্তার করে।
শহিদ উল্লাহ টেকনাফের উত্তর নাজিরপাড়া এলাকার আব্দুস শুক্কুরের ছেলে। তাঁর বিরুদ্ধে টেকনাফ মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮–এর ৩৬(১) এর ১০(গ) ধারায় দায়ের করা মামলায় (মামলা নং–৫১, তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৯) আদালত গত ১৩ নভেম্বর ২০২৪–এ যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের রায় দেন।
রায় ঘোষণার পর থেকে শহিদ উল্লাহ পলাতক ছিলেন বলে জানায় র্যাব।
র্যাব–১৫ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব–১৫ কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


















