বেনাপোলে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল যুবকের মরদেহ
- আপডেট সময় : ৫৯ বার পড়া হয়েছে
বেনাপোলে নিখোঁজের দুই দিন পর ঘিবা গ্রামের একটি ডোবা থেকে আব্দুল আলিম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আব্দুল আলিম বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের শাহাদত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে স্থানীয়রা ১ নম্বর ঘিবা গ্রামের রাস্তার পাশে একটি ডোবার পানিতে একজনের মরদেহ ভাসতে দেখেন। এসময় তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এসময় নিহতের ভাই ইব্রাহিম হোসেন মরদেহ সনাক্ত করেন। গত শনিবার ঘিবা গ্রামে নানার বাড়ির উদ্দেশ্য বাড়ি থেকে বের হয় আব্দুল আলিম। খোঁজাখুঁজির দু-দিন পর তার মরদেহ আজ ডোবা থেকে উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত ওসি মানিক সাহা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোমবার সকালে ঘিবা গ্রাম থেকে একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।




















