২৯ কোটি টাকার টেন্ডারে ৫০লক্ষ টাকা ঘুষ বানিজ্যে
ঠিকাদার মাসুদের হাতে ফেনী পৌর নির্বাহী প্রকৌশলী লাঞ্ছিত
- আপডেট সময় : ৩৬ বার পড়া হয়েছে
২৯ কোটি টাকার ফেনী পৌর এলাকার ড্রেন নির্মানের কাজ ৫০ লাখ টাকা উৎকোচ নিয়ে পিডিএল নামীয় একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে ২ পাইয়ে দেয়ায় ফেনী পৌর নির্বাহী প্রকৌশলী জাকির হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন ফেনী পৌরসভার তালিকাভুক্ত আরেক ঠিকাদার কামরুল হাসান মাসুদ।তাছাড়া উক্ত নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন পিডির নামে সকল ঠিকাদারের কাছ থেকে ২% চাঁদা নিতো বলে জানান, বেশ কয়েকজন ঠিকাদার।
এ বিষয়ে জাকির হোসেন জানান, ২৭ অক্টোবর সন্ধ্যায় মাগরিবের নামাজের প্রস্তুতি নেয়া কালীণ সময়ে তার রুমে ঢুকে ঠিকাদার কামরুল হাসান মাসুদ অকথ্য ভাষায় তাকে গালমন্দ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা শুরু করেন ।
এবং একপর্যায়ে রুমের কম্পিউটার ও ল্যাপটপ সহ বিভিন্ন আসবাবপএ ছুঁড়ে মেরে ভাংচুর করেন এবং জিনিসপত্র তছনছ করেন।
এ বিষয়ে তিনি তাৎক্ষণিক বিষয়টি ফেনী মডেল থানা পুলিশ ইনচার্জ ও পৌর প্রশাসককে অবহিত করেন বলে জানিয়েছেন এবং নিশ্চিত করেছেন ।
ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন কে লাঞ্ছিতের বিষয়টি অস্বীকার করে কামরুল হাসান মাসুদ জানান ২৯ কোটি টাকার ড্রেন নির্মাণ প্রকল্প থেকে ৫০ লাখ টাকা উৎকোচ নিয়ে তিনি ও পৌর প্রশাষক গোলাম মোহাম্মদ বাতেন অবৈধভাবে পিডিএল নামক একটি প্রতিষ্ঠানকে কাজ দিয়েছেন সন্পুর্ন অবৈধ পন্থায়।
তিনি আরও জানান পিডিএল নামক প্রতিষ্ঠানটির মালিক বিদেশে অবস্থান করলেও তার স্বাক্ষর নকল করে এ কাজ দেয়া হয়েছে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, আমরা সংবাদ পাওয়া মাএই পৌরসভায় পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেয়া কার্যক্রম চালু করা হবে ।



















