কেশবপুরে হোল্ডিং ট্যাক্স ও পানির বিল বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে
যশোরের কেশবপুর পৌরসভা কর্তৃক অবৈধ হোল্ডিং ট্যাক্স ও পানির বিল বাড়ানোর প্রতিবাদ ও বাতিলের দাবিতে সোমবার( ২৭ অক্টোবর) বিকালে ত্রিমোহিনি চত্বরে কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি মোঃ আশরাফুজ্জামান এর উদ্যোগে এবং পৌর বাড়ি মালিক সমিতির সকলের সহযোগিতায় কেশবপুর পৌরসভা কর্তৃক অবৈধ হোল্ডিং ট্যাক্স ও পানির বিল বাড়ানোর প্রতিবাদ ও বাতিলের দাবিতেএই মানববন্ধনের আয়োজন করা হয়। উক্ত মানববন্ধন অনুষ্ঠানে আরও উপস্থিত বক্তব্য রাখেন কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির সহ-সভাপতি সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান, সহ-সভাপতি মোঃ হারুনার রশীদ বুলবুল , সহ-সভাপতি গোলাম ফারুক বাবু, সহ-সভাপতি মোঃ আবু আঈদ , সহ-সভাপতি অবঃ প্রাপ্ত সেনা সদস্য রফিকুল ইসলাম,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সালাম পাইলট বালিকা বিদ্যালয়, যুগ্ন-সাধারণ সম্পাদক প্রদীপ কুমার মোদক মানিক, দপ্তর সম্পাদক মোঃ আবু সালেহ মাসউদ হাসান, ৩নং ওয়াড পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি মাওলানা আবুল কাসেম,পাইলট বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোঃ মতিয়ার রহমান, ইকতিয়ার হোসেন,কেশবপুর দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান,মাষ্টার আবদুল বারী, ডাঃ আনোয়ার হোসেন, আবদুল আহাদ, আব্দুল জলিল, মোঃ হাফিজুর রহমান, আলমগীর হোসেন,প্রমূখ। মানববন্ধনে অনুষ্ঠানে পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি মোঃ আশরাফুজ্জামান বলেন কেশবপুর পৌর সভার হোল্ডিং ট্যাক্স এবং পানির বিল বাড়িয়ে পৌর বাসি কে হয়রানি করা চলবে না। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন হোল্ডিং ট্যাক্স সামঞ্জস্য পূর্বক পানির বিল না বাড়ানোর চলবে না। যদি দাবি না মানা হয় তাহলে পৌর সভার বাড়ি মালিকদের নিয়ে আরও কঠোর আন্দোলন ঘোষণা দেওয়া হবে।



















