ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo আধুনিক কেবিন ব্লক ও দৃষ্টিনন্দন পানির ফোয়ারা উদ্বোধন Logo ঝিনাইদহে ১০ ও ১৬ মাসে হিফজ সম্পন্ন, দুই শিক্ষার্থী ওমরাহ হজে পাঠাবে মাদ্রাসা Logo গাইবান্ধা-৩ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক Logo কক্সবাজার-৩ আসনে বিএনপির আস্থা লুৎফুর রহমান কাজল Logo উখিয়ায় শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার Logo শেরপুরের ঝিনাইগাতীতে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা Logo মহেশপুরে মোটরসাইকেল ও আলমসাধুর সংঘর্ষে কলেজ ছাত্র নিহত Logo কেশবপুরে বিএনপির প্রার্থী তালিকায় রওনকুল ইসলাম শ্রাবণ Logo যশোরে তরিকুল ইসলাম স্মরণে সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল Logo সাদুল্লাপুরে হলুদক্ষেতে বৃদ্ধাকে ধর্ষণ ঘটনায় যুবক গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ৮৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর জেলার কাউনিয়া থানার আলোচিত মোবারক আলী হত্যা মামলার মূলহোতা মইনুল ইসলাম ওরফে মমিনুলকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৩ রংপুর ও র‌্যাব-১৫ কক্সবাজারের যৌথ অভিযানে তাকে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-৪, মধুরছড়া এলাকার ব্লক-ই/২ থেকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ সেপ্টেম্বর রাতে মোবারক আলী কাউনিয়া থানাধীন শাহিন বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফেরার পথে বিশ্বনাথ এলাকার মইনুল ইসলাম ওরফে মমিনুলের আবাদি জমির পাশ দিয়ে যাচ্ছিলেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা মইনুল তার ওপর হামলা চালায়। ধারালো দা দিয়ে কোপাতে কোপাতে মোবারক আলীকে হত্যা করে সে।
পরে হত্যাকারী মইনুল লাশ গোপন করার জন্য তার বসতবাড়ির রান্নাঘরের পেছনে গর্ত খুঁড়ে লাশ পুঁতে ফেলে এবং তার ওপর গাছ লাগিয়ে দেয়।
নিহত মোবারক আলী বাড়ি না ফেরায় তার পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। একপর্যায়ে মইনুলের বাড়ির পেছনে নতুন মাটি চাপা জায়গা থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের সহায়তায় পুলিশ গর্ত খুঁড়ে মোবারক আলীর লাশ উদ্ধার করে। এরপর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনার পর থেকে ঘাতক মইনুল আত্মগোপনে চলে যায়।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে র‌্যাব-১৩ হত্যাকাণ্ডের মূল আসামিকে গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে।
তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব জানতে পারে, আসামি মইনুল ইসলাম কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপন করে আছে। পরে র‌্যাব-১৩ এবং র‌্যাব-১৫ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মইনুল ইসলাম ওরফে মমিনুল রংপুরের কাউনিয়া থানাধীন বিশ্বনাথ এলাকার কোমল বৈরাগী ওরফে ফকিরের ছেলে।
র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

আপডেট সময় :

রংপুর জেলার কাউনিয়া থানার আলোচিত মোবারক আলী হত্যা মামলার মূলহোতা মইনুল ইসলাম ওরফে মমিনুলকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৩ রংপুর ও র‌্যাব-১৫ কক্সবাজারের যৌথ অভিযানে তাকে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-৪, মধুরছড়া এলাকার ব্লক-ই/২ থেকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ সেপ্টেম্বর রাতে মোবারক আলী কাউনিয়া থানাধীন শাহিন বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফেরার পথে বিশ্বনাথ এলাকার মইনুল ইসলাম ওরফে মমিনুলের আবাদি জমির পাশ দিয়ে যাচ্ছিলেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা মইনুল তার ওপর হামলা চালায়। ধারালো দা দিয়ে কোপাতে কোপাতে মোবারক আলীকে হত্যা করে সে।
পরে হত্যাকারী মইনুল লাশ গোপন করার জন্য তার বসতবাড়ির রান্নাঘরের পেছনে গর্ত খুঁড়ে লাশ পুঁতে ফেলে এবং তার ওপর গাছ লাগিয়ে দেয়।
নিহত মোবারক আলী বাড়ি না ফেরায় তার পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। একপর্যায়ে মইনুলের বাড়ির পেছনে নতুন মাটি চাপা জায়গা থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের সহায়তায় পুলিশ গর্ত খুঁড়ে মোবারক আলীর লাশ উদ্ধার করে। এরপর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনার পর থেকে ঘাতক মইনুল আত্মগোপনে চলে যায়।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে র‌্যাব-১৩ হত্যাকাণ্ডের মূল আসামিকে গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে।
তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব জানতে পারে, আসামি মইনুল ইসলাম কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপন করে আছে। পরে র‌্যাব-১৩ এবং র‌্যাব-১৫ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মইনুল ইসলাম ওরফে মমিনুল রংপুরের কাউনিয়া থানাধীন বিশ্বনাথ এলাকার কোমল বৈরাগী ওরফে ফকিরের ছেলে।
র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।