ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

মাদারীপুরে ‘সিনেমা আঙ্গিনা’ প্রকল্পের সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সিনেমা আঙ্গিনা’ প্রকল্পের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় মাদারীপুর জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মানবাধিকার সংগঠন রাইটস যশোরের ব্যবস্থাপনায় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অর্থায়নে অক্টোবর মাসের শুরু থেকে মাদারীপুর সদর, রাজৈর ও কালকিনি উপজেলায় সিনেমা আঙ্গিনা প্রকল্পের কার্যক্রম শুরু হয়। এই প্রকল্পের একটি অন্যতম কার্যক্রম হলো ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী যার মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্ম ও স্থানীয় জনগণকে অনিরাপদ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জানানো ও নিরাপদ অভিবাসনের সঠিক তথ্য দিয়ে তাদের জ্ঞানগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে তৈরি ও নিরাপদ অভিবাসনের সুযোগ বিষয়ে অনুপ্রাণিত করা। এ ছাড়াও প্রকল্পের মাধ্যমে অনিয়মিত অভিবাসন প্রতিরোধ ও মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত ও অনিরাপদ অভিবাসনের বিকল্প হিসেবে দেশে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অভিবাসন প্রত্যাশী যুব সমাজকে মানবপাচার ও চোরাচালানের হাত থেকে রক্ষা করতে কাজ করবে। ইতালি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে ও বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত¡াবধানে আইওএম এ বছর থেকে বাংলাদেশে ‘সিনেমা আঙ্গিনা’ প্রকল্পটি বাস্তবায়ন শুরু করেছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিনিয়র প্রোগ্রাম অ্যাসোসিয়েট অমল বিশ্বাস, আইওএম প্রতিনিধি ও সিনিয়র মিডিয়া এন্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট তারেক মাহামুদ, রাইটস যশোরের প্রোগাম পরিচালক প্রদীপ দত্ত, উপপরিচালক এস এম আজাহারুল ইসলাম, কো-অর্ডিনেটর হারুনার রশীদ, জেলা ব্যবস্থাপক মোকলেসুর রহমান পিন্টু প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাদারীপুরে ‘সিনেমা আঙ্গিনা’ প্রকল্পের সংবাদ সম্মেলন

আপডেট সময় :

মাদারীপুরে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সিনেমা আঙ্গিনা’ প্রকল্পের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় মাদারীপুর জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মানবাধিকার সংগঠন রাইটস যশোরের ব্যবস্থাপনায় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অর্থায়নে অক্টোবর মাসের শুরু থেকে মাদারীপুর সদর, রাজৈর ও কালকিনি উপজেলায় সিনেমা আঙ্গিনা প্রকল্পের কার্যক্রম শুরু হয়। এই প্রকল্পের একটি অন্যতম কার্যক্রম হলো ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী যার মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্ম ও স্থানীয় জনগণকে অনিরাপদ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জানানো ও নিরাপদ অভিবাসনের সঠিক তথ্য দিয়ে তাদের জ্ঞানগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে তৈরি ও নিরাপদ অভিবাসনের সুযোগ বিষয়ে অনুপ্রাণিত করা। এ ছাড়াও প্রকল্পের মাধ্যমে অনিয়মিত অভিবাসন প্রতিরোধ ও মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত ও অনিরাপদ অভিবাসনের বিকল্প হিসেবে দেশে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অভিবাসন প্রত্যাশী যুব সমাজকে মানবপাচার ও চোরাচালানের হাত থেকে রক্ষা করতে কাজ করবে। ইতালি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে ও বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত¡াবধানে আইওএম এ বছর থেকে বাংলাদেশে ‘সিনেমা আঙ্গিনা’ প্রকল্পটি বাস্তবায়ন শুরু করেছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিনিয়র প্রোগ্রাম অ্যাসোসিয়েট অমল বিশ্বাস, আইওএম প্রতিনিধি ও সিনিয়র মিডিয়া এন্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট তারেক মাহামুদ, রাইটস যশোরের প্রোগাম পরিচালক প্রদীপ দত্ত, উপপরিচালক এস এম আজাহারুল ইসলাম, কো-অর্ডিনেটর হারুনার রশীদ, জেলা ব্যবস্থাপক মোকলেসুর রহমান পিন্টু প্রমুখ।