ঘাটাইলে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- আপডেট সময় : ৩৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
ঘাটাইল উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে গতকাল মঙ্গলবার ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় ঘাটাইল গণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে নেতা কর্মীরা এক বনাঢ্য র্যালী বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষণ করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকী। উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আফজাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী ও এমপি লুৎফর রহমান খান আজাদ।
তিনি বক্তব্য প্রদানকালে এক পর্যায়ে শহীদ জিয়া ও তারেক রহমানের উপর নির্বিচারে নির্যাতনের কথা স্বরণে অঝোরে কেঁদে ফেলেন। মুহুর্তেই সভাস্থল নিরব নিস্তব্ধ হয়ে যায়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ সাগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাঈনুল ইসলাম, টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু,উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা,পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সাবেক ছাত্রনেতা মোঃ শামীম মিয়া,উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলালসহ উপজেলা যুবদল, পৌর যুবদল, ইউনিয়ন যুবদলের নেতাকর্মীবৃন্দ।




















