দাগনভূঞা উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ও সহকারী অধ্যক্ষ
সাংবাদিকদের ঘুষ দেয়ার চেষ্টার বিরুদ্ধে অভিযোগ
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
দাগনভূঞা উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজের বিগত ৪ বছর( ২০২০ থেকে ২০২৪) পর্যন্ত দাগনভূঞা উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন কালে বর্তমান সহকারী অধ্যক্ষ এনামুল হক প্রতিষ্ঠানের আর্থিক হিসাব বর্তমান অধ্যক্ষের দেড় বছরে বুঝিয়ে না দেয়ায় বিষয়ে গত ১৬ অক্টোবর সাংবাদিকরা নিউজ করতে যায়। সাংবাদিকদের উক্ত বিষয়ে কোন সদুত্তর সহকারী প্রধান শিক্ষক কোন তথ্য না দিয়ে খবর প্রচার না করতে সরাসরি এবং মোবাইলে সাংবাদিকদেরকে ঘুষ দেয়ার প্রস্তাব দেন, তারই পরিপেক্ষিতে তিন জন সাংবাদিক ২৯ শে অক্টোবর দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার ও অত্র স্কুলের সভাপতি বরাবর অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করেন দৈনিক গণমুক্তির দাগনভূঞা প্রতিনিধি শাখাওয়াত হোসেন, দৈনিক প্রতিদিনের কাগজ ফেনী জেলা প্রতিনিধি জিয়া উদ্দিন, দৈনিক ডেসটিনি ফেনী জেলা প্রতিনিধি মোঃ ফখরুল ইসলাম।
সাংবাদিকরা বলেন উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সহকারী অধ্যক্ষের অসৌজন্যমূলক আচরণ ও তথ্য সংগ্রহে বাধা, গণমাধ্যম কর্মিদের চোর আখ্যায়িত করে, নিষিদ্ধ ছাত্রলীগ দিয়ে হুমকি ধমকি এবং সহকারী অধ্যক্ষের দূর্ণীতি আড়াল করতে ঘুষ দেয়ার প্রস্তাবের যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন করেছি। সাংবাদিকরা আরো বলেন আমাদেরকে ঘুষ দেয়ার ও অপার করার কল রেকড়িং আমাদের কাছে আছে এবং ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে।
দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার ও অত্র স্কুলের সভাপতি শাহীদুল ইসলাম বলেন সাংবাদিকদের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



















