টেকনাফে র্যাবের চিরুনি অভিযান
মানবপাচারের শিকার ২৪ রোহিঙ্গা উদ্ধার
- আপডেট সময় : ৭৩ বার পড়া হয়েছে
টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার দুর্গম পাহাড়ে র্যাবের রুদ্ধশ্বাস চিরুনি অভিযানে মানবপাচারের শিকার ২৪ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ১০ জন নারী ও ১০ জন শিশু রয়েছে।
র্যাব-১৫ জানায়, সম্প্রতি কক্সবাজারে সাগরপথে মানবপাচার কার্যক্রম বেড়ে যাওয়ায় র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) ও সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)–এর যৌথ দল অধিনায়ক র্যাব-১৫ এর সার্বিক নির্দেশনায় উত্তর শীলখালীর গভীর পাহাড়ে অভিযান চালায়।
তিন ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে র্যাব সদস্যরা মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটক রাখা ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করে। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারী দালাল চক্রের সদস্যরা পাহাড়ের ভেতর পালিয়ে যায়।
উদ্ধারকৃত ভিকটিমরা জানায়, ৩–৪ দিন আগে উখিয়া এলাকার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে ওই পাহাড়ে নিয়ে আটক রাখা হয়। র্যাব জানিয়েছে, জিজ্ঞাসাবাদে পাচারকারী চক্রের পাঁচজন সদস্যের পরিচয় শনাক্ত করা গেছে।
এ ঘটনায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২–এর ৭/৮/১০ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, “মানবপাচার রোধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। সাগরপথে পাচারের সঙ্গে জড়িত কেউই আইনের বাইরে থাকবে না।”



















