সংবাদ শিরোনাম ::
বাগেরহাটে পৌর যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা
বাগেরহাট প্রতিনিধি
- আপডেট সময় : ৭৫ বার পড়া হয়েছে
জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাট পৌর যুবদলের উদ্যোগে গতকাল বুধবার বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সুমন পাইকের নেতৃত্বে শহরের দাশপাড়ার মোড় থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে পৌর যুবদলের ৯টি ওয়ার্ডের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো শহর।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, যুবদল গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে।
এ সময় বক্তারা আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ মনোনিত প্রর্থীকে বিজয়ী করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।


















