হলদীবাড়ি ও ঘোগায় আমন ধানের বাম্পার ফলনের আশা
বৃষ্টিতে ক্ষেতের ধান ফিরে পেয়েছে যৌবন
- আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
বগুড়ার শেরপুর উপজেলার হলদীবাড়ি ও ঘোগা মৌজায় শত শত বিঘা জমিতে আমন ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। আজ সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায় সাম্প্রতিক বৃষ্টিপাতে ক্ষেতের ধান সবুজে ভরে উঠেছে, বেড়েছে ফলনের সম্ভাবনাও।
স্থানীয় কৃষকরা জানান, মৌসুমের শুরুতে খরার কারণে ধানের বৃদ্ধিতে কিছুটা সমস্যা দেখা দিয়েছিল। তবে আল্লাহর রহমতের বৃষ্টিতে এখন ক্ষেতের ধান নতুন প্রাণ ফিরে পেয়েছে। ফলে চাষিদের মুখে এখন আনন্দের হাসি।
ঘোগা গ্রামের কৃষক নাদু মিয়া বলেন, “আল্লাহ রহমতের বৃষ্টিতে ক্ষেতের ধানের ফলন বৃদ্ধি পাবে। এখন দেখছি ধানগুলো দুলছে, মনে হচ্ছে ভালো ফলন হবে ইনশাআল্লাহ।”
একই গ্রামের কৃষক বাবু হোসেন জানান, “বৃষ্টির ফলে ক্ষেতের ধান যৌবন ফিরে পেয়েছে। আগে গাছগুলো শুকিয়ে যাচ্ছিল, এখন আবার প্রাণ এসেছে। আশা করছি এবার ভালো ফলন পাবো।”
এদিকে করতোয়া নদীর পানি কিছুটা বেড়ে যাওয়ায় জেলেদের মাঝেও ব্যস্ততা দেখা দিয়েছে। নদীতে জাল ফেলে তারা এখন বিভিন্ন প্রজাতির দেশি মাছ ধরতে ব্যস্ত সময় পার করছেন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধানের আবাদ আগের বছরের তুলনায় বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং যথাযথ পরিচর্যা অব্যাহত থাকলে এ মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা খুবই বেশি।
স্থানীয় কৃষকরা আশাবাদী— এ ধানের ফলন ভালো হলে তাদের বিগত মৌসুমের লোকসান পুষিয়ে যাবে এবং তারা নতুন করে চাষাবাদের প্রেরণা পাবেন।



















