ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

পাটকেলঘাটায় বিনিময় সম্পত্তি ভ্যালিড হয়নি

জেলা প্রশাসকের নিকট ভুক্তভোগীর লিখিত আবেদন

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের পশ্চিম বাংলা থেকে আশা শরনার্থীরা দীর্ঘ ৬০ বছর অতিবাহিত হলেও তাদের বিনিময় করা যায়গা জমি এখনও পর্যন্ত ভ্যালিড না হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার হাজার হাজার পরিবার। তাদের জমি যাতে ভ্যালিড হয় দ্রুত তার জন্য ভূমি মন্ত্রনালয়ের নিকট আহবান জানিয়েছেন ভুক্তভোগীরা।
সূত্রে জানাগেছে, ১৯৬০/৬৪ সালের দিকে ভারতের পশ্চিম বাংলায় সনাতন ধর্মের মানুষেরা সেসময় চালাতো অমানুষিক নির্যাতন। এক পর্যায়ে প্রাণের ভয়ে ভারত থেকে হাজার হাজার মুসলিম পালিয়ে আসে পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে। ঐ সময় পূর্ব পাকিস্তান থেকে অনেক সনাতন ধর্মের লোকেরা ভারতে চলে যায়। ঐ সময় দুই দেশের যায়গা জমি ও কাগজ পত্র দুই পরিবারের মধ্যে বুঝে নেয়। কিন্তু দীর্ঘ ৬০/৬২ বছর ভারত থেকে আসা শরনার্থীরা এদেশের বিনিময় সম্পত্তি এখনও পর্যন্ত ভ্যালিড না হওয়ায় যন্ত্রনা পোহাচ্ছে এসকল পরিবার। এদের কারও মেয়ে বিবাহ দিতে গেলে অথবা অসুস্থ হলে টাকার প্রয়োজনে জমি বিক্রয় করতে গেলে জমি ক্রয়ের লোক হয়না। কারন এসকল সম্পত্তি ভ্যালিড হয়নি। পাটকেলঘাটা থানার বাইগুনি, শাঁকদহ, পুটিয়াখালী, মিঠাবাড়ী, পারকুমিরা, বলরামপুর ও তৈলকুপী গ্রামের এরা ভারত থেকে আসা বিনিময়কারী ব্যক্তিরা হলো: আবুল কালাম, আব্দুর রাজ্জাক, রিয়াজ উদ্দীন, ছাত্তার মোড়ল, মুজিবর মোড়ল, ফজর আলী, মোজাম মোড়ল, আব্দুল মজিদ, খালেক মোড়ল, আব্দুল জব্বার, মহাসিন মোড়ল, পিন্টু, আব্দুল হাকিম, জয়নাল, আলম মোড়ল, আব্দুল লতিফ, বিল্লাল হোসেন সহ হাজার বিনিময়কারী ব্যক্তিরা। এদের ক্ষোভ দীর্ঘ ৬০/৬২ বছর এদেশের নাগরিকত্ব পেয়েছি। ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে সংসদ নির্বাচনেও ভোট দিয়ে যাচ্ছি। যায়গা জমি চাষাবাদ করে ভোগ দখলে আছি তবে জরুরী প্রয়োজনে জমি বিক্রয় করতে গেলে কোন ব্যক্তি কিনতে চাই না। ভুক্তভোগীরা জমি ভ্যালিড হওয়ার ব্যাচারে জেলা প্রশাসকের নিকট কাছে আবেদন জমা দিয়েছে। ভূমি অফিস, ইউনিয়ন তহসীল অফিস ও জেলা প্রশাসক পর্যন্ত ধর্ণা ধরেছি। তাদের একই কথা সরকার অনুমতি না দিলে কিছুই করনীয় নেই। তাহলে আমরা এখন কি করবো? তাই ভূমি মন্ত্রনালয়ের নিকট আমরা আকুল আবেদন জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাটকেলঘাটায় বিনিময় সম্পত্তি ভ্যালিড হয়নি

জেলা প্রশাসকের নিকট ভুক্তভোগীর লিখিত আবেদন

আপডেট সময় :

ভারতের পশ্চিম বাংলা থেকে আশা শরনার্থীরা দীর্ঘ ৬০ বছর অতিবাহিত হলেও তাদের বিনিময় করা যায়গা জমি এখনও পর্যন্ত ভ্যালিড না হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার হাজার হাজার পরিবার। তাদের জমি যাতে ভ্যালিড হয় দ্রুত তার জন্য ভূমি মন্ত্রনালয়ের নিকট আহবান জানিয়েছেন ভুক্তভোগীরা।
সূত্রে জানাগেছে, ১৯৬০/৬৪ সালের দিকে ভারতের পশ্চিম বাংলায় সনাতন ধর্মের মানুষেরা সেসময় চালাতো অমানুষিক নির্যাতন। এক পর্যায়ে প্রাণের ভয়ে ভারত থেকে হাজার হাজার মুসলিম পালিয়ে আসে পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে। ঐ সময় পূর্ব পাকিস্তান থেকে অনেক সনাতন ধর্মের লোকেরা ভারতে চলে যায়। ঐ সময় দুই দেশের যায়গা জমি ও কাগজ পত্র দুই পরিবারের মধ্যে বুঝে নেয়। কিন্তু দীর্ঘ ৬০/৬২ বছর ভারত থেকে আসা শরনার্থীরা এদেশের বিনিময় সম্পত্তি এখনও পর্যন্ত ভ্যালিড না হওয়ায় যন্ত্রনা পোহাচ্ছে এসকল পরিবার। এদের কারও মেয়ে বিবাহ দিতে গেলে অথবা অসুস্থ হলে টাকার প্রয়োজনে জমি বিক্রয় করতে গেলে জমি ক্রয়ের লোক হয়না। কারন এসকল সম্পত্তি ভ্যালিড হয়নি। পাটকেলঘাটা থানার বাইগুনি, শাঁকদহ, পুটিয়াখালী, মিঠাবাড়ী, পারকুমিরা, বলরামপুর ও তৈলকুপী গ্রামের এরা ভারত থেকে আসা বিনিময়কারী ব্যক্তিরা হলো: আবুল কালাম, আব্দুর রাজ্জাক, রিয়াজ উদ্দীন, ছাত্তার মোড়ল, মুজিবর মোড়ল, ফজর আলী, মোজাম মোড়ল, আব্দুল মজিদ, খালেক মোড়ল, আব্দুল জব্বার, মহাসিন মোড়ল, পিন্টু, আব্দুল হাকিম, জয়নাল, আলম মোড়ল, আব্দুল লতিফ, বিল্লাল হোসেন সহ হাজার বিনিময়কারী ব্যক্তিরা। এদের ক্ষোভ দীর্ঘ ৬০/৬২ বছর এদেশের নাগরিকত্ব পেয়েছি। ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে সংসদ নির্বাচনেও ভোট দিয়ে যাচ্ছি। যায়গা জমি চাষাবাদ করে ভোগ দখলে আছি তবে জরুরী প্রয়োজনে জমি বিক্রয় করতে গেলে কোন ব্যক্তি কিনতে চাই না। ভুক্তভোগীরা জমি ভ্যালিড হওয়ার ব্যাচারে জেলা প্রশাসকের নিকট কাছে আবেদন জমা দিয়েছে। ভূমি অফিস, ইউনিয়ন তহসীল অফিস ও জেলা প্রশাসক পর্যন্ত ধর্ণা ধরেছি। তাদের একই কথা সরকার অনুমতি না দিলে কিছুই করনীয় নেই। তাহলে আমরা এখন কি করবো? তাই ভূমি মন্ত্রনালয়ের নিকট আমরা আকুল আবেদন জানাচ্ছি।