মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তার ষড়যন্ত্রমূলক বদলির অভিযোগে কৃষকদের মানববন্ধন
- আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোজাম্মেল হকের বদলির আদেশ ষড়যন্ত্রমূলক বলে অভিযোগ তুলে তার বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকেরা।
গত রোববার সকাল সাড়ে ১১টার দিকে মাগুরা উপজেলা কৃষি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক কৃষক অংশ নেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা “ভালো কর্মকর্তার বদলি নয়, তাকে এখানেই রাখা হোক”—এমন স্লোগান দিতে থাকেন।
মানববন্ধনে কৃষকেরা অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত লাভের আশায় এই সৎ ও পরিশ্রমী কর্মকর্তাকে বদলির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অথচ মো. তোজাম্মেল হক দায়িত্ব পালনের সময় মাঠ পর্যায়ে কৃষকদের পাশে থেকে সরকারি বীজ ও সার সঠিকভাবে বিতরণ নিশ্চিত করেছেন এবং কৃষকদের সমস্যার দ্রুত সমাধান করেছেন।
কৃষক মো. হাসান বিশ্বাস বলেন, “আমরা এই কৃষি অফিসারকে বদলি করতে চাই না। তিনি আমাদের জন্য দিনরাত পরিশ্রম করেছেন। তার মতো কর্মকর্তা এখন বিরল।”
আরেক কৃষক মো. তরিকুল ইসলাম বলেন, “তোজাম্মেল স্যার মাঠে মাঠে ঘুরে আমাদের পরামর্শ দেন। এমন কৃষিবান্ধব কর্মকর্তা বদলি করলে আমরা ক্ষতিগ্রস্ত হব।”
কৃষনী মোছাঃ শাকিলা রহমান বলেন, “ষড়যন্ত্রকারীরা তাকে বদলি করিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। আমরা চাই তিনি এখানেই থেকে কাজ চালিয়ে যান।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মো. তোজাম্মেল হকের বদলির আদেশ দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানান।


















