সংবাদ শিরোনাম ::
ফেনীর তিনটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
শাখাওয়াত হোসেন টিপু, দাগনভূঞা
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গতকাল সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসন থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে তিনি দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকেও লড়বেন।
এছাড়া ফেনী-২ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদীন ভিপি এবং ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর নাম ঘোষণা করা হয়।



















