কাশিয়ানীতে বিনামূল্যে বীজ-সার বিতরণ
- আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গোপালগঞ্জের কাশিয়ানীতে ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমের ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার কাশিয়ানী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অফিস চত্বরে উপজেলা ১৪ ইউনিয়নের ১ হাজার ৬৪০ জন কৃষকে ৮ কেজি খেসারি বীজ,৫ কেজি মুশুড়ি,১কেজি সরিষা বীজ ও ডিএপি ১০ কেজি এমপিও ১০ কেজি হারে সার বিতরণ করা হয়।বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইজাজুল করিমের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ,এ সময় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সিফাত আজাদ সহ কৃষি সম্প্রসারণ অফিসার সাদিয়া আলম,উপসহকারি উদ্যান অফিসার মাজহারুল ইসলাম ও বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি অফিসার বৃন্দ ও সুবিধাভোগী কৃষক সহ প্রমুখ উপস্থিত ছিলেন।



















