পিতার মৃত্যুর নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
পিতার মৃত্যুর রহস্য উদঘাটন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন করেছে নিহত মো. ইব্রাহিম শেখ এর মেয়ে মিথুন আফরোজ ইমা।
গতকাল মঙ্গলবার( বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মিথুন আফরোজ ইমা লিখিত অভিযোগে বলেন, গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার আমার পিতাঃ মোঃ ইব্রাহিম শেখ বাগেরহাট সদর উপজেলার মুনিগঞ্জ
ব্রীজের নিচ থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে তিনি বাগেরহাট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। আমার দাবি প্রশাসন যত দ্রুত সম্ভব বাবার মৃত্যুর প্রকৃত রহস্য উৎঘাটন করার দাবি
করেন।
তিনি লিখিত অভিযোগে আরো বলেন, একটি কুচক্রী মহল মুনিগঞ্জ ব্রীজের নিচ থেকে ১৮ ল¶ টাকা লুটসহ আওয়ামীলীগ নেতার মৃত দেহ উদ্ধার শিরো নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। আমার বাবাকে আওয়ামীলীগ নেতা পরিচয় দেওয়া হলেও আমার বাবার জীবদ্দশায় কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা ছিল না, এবং আমার বাবার কাছে ১৮ লক্ষ টাকাও ছিরো না। আমার বাবার এ মৃত্যুতে আমাদের পরিবার সহ আত্মীয় ¯^জন সকলেই গভীর ভাবে শোকাহত এরই মধ্যে এই সব ভিত্তিহীন তথ্য প্রচার হওয়ায় আমার মানুষের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি। যা আমাদের পরিবারের জন্য খুবই বিব্রতকর। আমার বাবার মৃত্যুতে কোন গোপন রহস্য রয়েছে বলে আমাদের বিশ্বাসকরি। আমরা প্রশাসনের ঊর্ধ্বতন
কর্তৃপ¶ের কাছে দবি আমার পিতার মৃত্যুর প্রকৃত রহস্য দ্রুত উৎঘাটন করে আইনগত ব্যবস্তা গ্রহন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা অপ প্রচার কারিদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



















