ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শেরপুরে বিএনপির প্রস্তুতি সভা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। তিনি বলেন, “আগামী ৭ নভেম্বর বিকাল তিন ঘটিকায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রত্যেক ইউনিয়ন থেকে অন্তত এক হাজার নেতাকর্মীকে নিয়ে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি।”
সভায় জানানো হয়, সেদিনের মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেবেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মোঃ সিরাজ। তার সঙ্গে থাকবেন তার একমাত্র পুত্র, শেরপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী।
সভায় গোলাম মোঃ সিরাজ বিএনপির মনোনয়ন পাওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আবারও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সফল হবে।” তিনি আরও জানান, ইতোমধ্যে বিভিন্ন মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন এবং তারা সবাই তারেক রহমানের সিদ্ধান্তকে সম্মান দেখিয়েছেন।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব মোঃ শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মোঃ কাউছার আলী কলিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাওন, মহিলা দলের সভানেত্রী নাসরিন আকতার পুটি, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা শেফালী ঘোষ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মেহাব্বত আলী সরকার, ছাত্রদল নেতা আরমানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে নেতৃবৃন্দ ৭ নভেম্বরের সমাবেশ সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শেরপুরে বিএনপির প্রস্তুতি সভা

আপডেট সময় :

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। তিনি বলেন, “আগামী ৭ নভেম্বর বিকাল তিন ঘটিকায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রত্যেক ইউনিয়ন থেকে অন্তত এক হাজার নেতাকর্মীকে নিয়ে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি।”
সভায় জানানো হয়, সেদিনের মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেবেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মোঃ সিরাজ। তার সঙ্গে থাকবেন তার একমাত্র পুত্র, শেরপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী।
সভায় গোলাম মোঃ সিরাজ বিএনপির মনোনয়ন পাওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আবারও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সফল হবে।” তিনি আরও জানান, ইতোমধ্যে বিভিন্ন মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন এবং তারা সবাই তারেক রহমানের সিদ্ধান্তকে সম্মান দেখিয়েছেন।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব মোঃ শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মোঃ কাউছার আলী কলিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাওন, মহিলা দলের সভানেত্রী নাসরিন আকতার পুটি, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা শেফালী ঘোষ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মেহাব্বত আলী সরকার, ছাত্রদল নেতা আরমানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে নেতৃবৃন্দ ৭ নভেম্বরের সমাবেশ সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।