সংবাদ শিরোনাম ::
সাকোঁই ছয় গ্রামের মানুষের ভরসা
আলমগীর হোসেন, তারাকান্দা (ময়মনসিংহ)
- আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
ময়মমনসিংহের তারাকান্দায় বাঁশের সাকোঁই ৬ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা।
সর জমিন ঘুরে দেখা গেছে, উপজেলার কানুহারি বাজার থেকে গাবরগাতি সড়কে খন্ডল গ্রামের রাংসা নদীর উপর ব্রিজ নির্মাণ না হওয়া ছয় গ্রামের মানুষ বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করছে। নারী, শিশু ও বৃদ্ধরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। গালাগাও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য ইয়াছিন আলী জানান, খন্ডল গ্রামের রাংসা নদীর উপরে ব্রিজ না থাকা বারইপুকুরিয়া,কানুহরি,খন্ডল, গাবারগাতী ও গালাগাঁও গ্রামের পাঁচ সহস্রাধিক মানুষ সাঁকো পারাপার করছে। ছয় গ্রামের কৃষকের উৎপাদিত ফসল বাজারজাত করতে দুর্ভোগ পোহাচ্ছে।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, খন্ডল গ্রামে রাংসা নদীর উপর ৩০ মিটার দৈর্ঘ্য ব্রিজ নির্মাণের জন্য আইডি নাম্বারসহ চাহিদা প্রেরণ করা হয়েছে।


















