সংবাদ শিরোনাম ::
রামুতে র্যাবের অভিযানে ১২ কেজি গাঁজাসহ দম্পতি আটক
কক্সবাজার প্রতিনিধি
- আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামুতে র্যাব-১৫ এর বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রামু ফুটবল চত্বর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমতলিয়া পাড়ায় এ অভিযান পরিচালনা করে র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থাপিত চেকপোস্টে স্টার লাইন পরিবহনের এক যাত্রী দম্পতির ব্যাগ তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকরা হলেন কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পরানীয়া পাড়ার মো. রবিউল হোসেন (২৮) ও তার স্ত্রী রেহেলা আক্তার (১৯)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির সঙ্গে জড়িত এবং পলাতক মাদক কারবারি ইউনূসকে মাদক সরবরাহ করতেন।
উদ্ধারকৃত মাদকসহ আটক দম্পতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।


















