ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::

ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কলেজ প্রাঙ্গণে অবস্থিত মাল্টিপারপাস হলে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোঃ আব্দুল জলিল, পিপিএম।
সভায় পুলিশ সুপার আব্দুল জলিল শিক্ষকমণ্ডলীর সুবিধা-অসুবিধাসহ বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
প্রধান অতিথি তাঁর মূল্যবান বক্তব্যে শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জোর দেন। তিনি বলেন, “শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হলে শিক্ষকদের আন্তরিকতা, পেশাগত দক্ষতা এবং শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধই প্রধান চালিকা শক্তি।”
তিনি শিক্ষক ও কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কলেজের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা পরিবেশের মানোন্নয়ন, এবং শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শামছুল আজম।
পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ূম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন এবং তাঁরা শিক্ষার মানোন্নয়ন নিয়ে তাঁদের মতামত ও পরামর্শ প্রদান করেন।
আলোচনাটি ছিল অত্যন্ত প্রাণবন্ত, যেখানে শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য বেশ কিছু বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা

আপডেট সময় :

শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কলেজ প্রাঙ্গণে অবস্থিত মাল্টিপারপাস হলে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোঃ আব্দুল জলিল, পিপিএম।
সভায় পুলিশ সুপার আব্দুল জলিল শিক্ষকমণ্ডলীর সুবিধা-অসুবিধাসহ বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
প্রধান অতিথি তাঁর মূল্যবান বক্তব্যে শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জোর দেন। তিনি বলেন, “শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হলে শিক্ষকদের আন্তরিকতা, পেশাগত দক্ষতা এবং শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধই প্রধান চালিকা শক্তি।”
তিনি শিক্ষক ও কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কলেজের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা পরিবেশের মানোন্নয়ন, এবং শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শামছুল আজম।
পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ূম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন এবং তাঁরা শিক্ষার মানোন্নয়ন নিয়ে তাঁদের মতামত ও পরামর্শ প্রদান করেন।
আলোচনাটি ছিল অত্যন্ত প্রাণবন্ত, যেখানে শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য বেশ কিছু বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করা হয়।