ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

বিএনপির মনোনয়ন দাবিতে নাঙ্গলকোটে মশাল মিছিল

‎‎নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়াকে কুমিল্লা-১০ আসনে মনোনয়ন না দেয়ায় তার অনুসারী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লাগাতার কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার মশাল মিছিল করেছে। সন্ধ্যায় নাঙ্গলকোট পৌর সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে মশাল মিছিল শুরু করে নাঙ্গলকোট বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এতে প্রায় ১ঘন্টা নাঙ্গলকোট বাজারে যানবাহন চলাচল বন্ধ থাকে। এসময় নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে চূড়ান্ত মনোনয়নে মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন দেয়ার দাবী জানান। ‎
‎এছাড়া একই দাবীতে গতকাল শুক্রবার বিকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের লুধুয়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এবং গত বুধবার বিকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথ ও নাঙ্গলকোট-লাকসাম আঞ্চলিক সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে। অবরোধের ফলে ঢাকা-চট্রগ্রাম ও চট্টগ্রাম-চাঁদপুর রেলপথে দেড় ঘন্টা ট্রেনচলাচল বন্ধ থাকে। ফলে ঢাকাগামী আন্তঃনগর গোধূলি এক্সপ্রেস হাসানপুর স্টেশন এবং চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস লাকসাম জংশনে আটকা পড়ে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপির মনোনয়ন দাবিতে নাঙ্গলকোটে মশাল মিছিল

আপডেট সময় :

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়াকে কুমিল্লা-১০ আসনে মনোনয়ন না দেয়ায় তার অনুসারী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লাগাতার কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার মশাল মিছিল করেছে। সন্ধ্যায় নাঙ্গলকোট পৌর সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে মশাল মিছিল শুরু করে নাঙ্গলকোট বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এতে প্রায় ১ঘন্টা নাঙ্গলকোট বাজারে যানবাহন চলাচল বন্ধ থাকে। এসময় নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে চূড়ান্ত মনোনয়নে মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন দেয়ার দাবী জানান। ‎
‎এছাড়া একই দাবীতে গতকাল শুক্রবার বিকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের লুধুয়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এবং গত বুধবার বিকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথ ও নাঙ্গলকোট-লাকসাম আঞ্চলিক সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে। অবরোধের ফলে ঢাকা-চট্রগ্রাম ও চট্টগ্রাম-চাঁদপুর রেলপথে দেড় ঘন্টা ট্রেনচলাচল বন্ধ থাকে। ফলে ঢাকাগামী আন্তঃনগর গোধূলি এক্সপ্রেস হাসানপুর স্টেশন এবং চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস লাকসাম জংশনে আটকা পড়ে।