ভোলায় কালবৈশাখীর তান্ডবে নিহত ২, দুই শতাধিক কাঁচাঘরবাড়ি বিধ্বস্ত

- আপডেট সময় : ০৩:৫২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ৪১২ বার পড়া হয়েছে
ভোলার মনপুরা ও লালমোহনে কালবৈশাখীর তান্ডবে দুই শতাধিক কাঁচাঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ে ঘরচাপায় হারেস (৬৮) এবং বজ্রপাতে বাচ্চু (৪০) নামে দুইজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল পরিমাণ গাছপালা।
মনুপরার দাসের এলাকায় ৬জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে যাবার খবর পাওয়া গেছে। রোববার (৭ এপ্রিল) দুপুরে ঘূর্ণিঝড়ের এ ঘটনা ঘটে।
ঝড়ে মনপুরার হাজির হাট ইউনিয়নের দাসেরহাট ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় ১০০ কাঁচা ঘরবাড়ির ক্ষতি হয়েছে। এছাড়াও বহু ঘরের চাল বেড়া উড়ে গিয়েছে। দাসের হাটের মেঘনায় মাছ ধরা অবস্থায় ৬ জেলেসহ একটি ট্রলার ডুবে গেলে
অপর একটি ট্রলারের সহায়তায় ৬ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। কিন্তু ট্রলারটি খোঁজ পাওয়া যায়নি।
ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিহতের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত তিন উপজেলায় ১৬ টন চাল তাৎক্ষণিক বরাদ্দ দেওয়া হয়েছে।
ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।