সংবাদ শিরোনাম ::
সাঘাটায় বিএনপির দুগ্রুপে সংঘর্ষ আশংকায় ১৪৪ ধারা জারি
গাইবান্ধা প্রতিনিধি
- আপডেট সময় : ৩৯ বার পড়া হয়েছে
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিএনপির দুই গ্রুপের পরস্পর বিরোধী উত্তেজনায় আইন-শৃঙ্খলা অবনতির আশংকা থাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা মো: নাহিদুজ্জামান নিশাতের মোটরসাইকেল শো-ডাউনে হামলা হয়েছে বলে তার সমর্থকরা জানান। মোটরসাইকেল শো-ডাউনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল কামাহ্ তমাল আদেশে জানানো হয়েছে, আজ রোববার (৯ নভেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে জন-শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারার আওতাধীন এলাকা সমূহে অস্ত্র বহন কিংবা প্রদর্শন করতে পারবে না। এছাড়া পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রিত হওয়া, সভা- সমাবেশ, মিছিল বা মাইকিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে















