ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

এনএসএসবি’র সম্মাননা প্রদান সম্পন্ন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ও সচেতনতায় বিশেষ অবদান রাখায় কীর্তিমান ব্যাক্তিত্বদের সম্মাননা প্রদান করে পরিবেশবান্ধব সংগঠন নেচার স্টাডি সোসাইটি অফ বিডি (এনএসএসবি)। গত শনিবার সুং গার্ডেন রেস্তোরাঁয় এক সমাবেশের মধ্যদিয়ে এনএসএসবি-এর সদস্য, প্রশিক্ষণার্থী, সংস্থার কর্মকান্ডে বিশেষ অবদান রাখা ব্যক্তিবর্গ, শুভাকাঙ্খিরা এনএসএসবি’র শিক্ষা ও সচেতনতা কর্মসূচিতে তাদের নিষ্ঠা ও সৃজনশীলতায় তাদের উল্লেখযোগ্য অবদান এর জন্য স্বীকৃতি অর্জন করেন।
এনএসএসবি’র চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাক্তিবর্গকে তাদের নেতৃত্ব, সৃজনশীলতা এবং প্রকৃতি নিরীক্ষণ এবং টেকসই সংরক্ষণের বিষয়ে আজীবন সেবা প্রদানের জন্য সম্মানিত করা হয়। অনুষ্ঠানে এনএসএসবি-এর পত্রিকা নেচার স্টাডি ডাইজেস্টের সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ একরামল ইসলামকে তাঁর সম্পাদকীয় উৎকর্ষ এবং দূরদর্শী নেতৃত্বের জন্য “সম্মানসূচক স্বীকৃতি পুরষ্কার” প্রদান করা হয়।
একইভাবে, এনএসএসবির জাতীয় উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর মো. নিয়ামুল নাসের, পিএইচডি-কে সংগঠনের বিকাশে তার সুদীর্ঘ অবদান এবং এনএসএসবির বাস্তববাদী ধারণাগুলির যথার্থ লালন এবং প্রয়োগ এর জন্যে সম্মানসূচক স্বীকৃতি পুরষ্কার প্রদান করা হয়। শিক্ষাগত এবং ক্ষেত্র-ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশগত সচেতনতা বৃদ্ধিতে তাঁর দশক-ব্যাপী নিষ্ঠার স্বীকৃতি হিসেবে নটরডেম নেচার স্টাডি ক্লাব (এনডিএনএসসি)-এর মডারেটর জনাব বিপ্লব কুমার দেবকে ‘অ্যাওয়ার্ড অফ ডিস্টিঙ্কশন’ প্রদান করা হয়।
প্রকৃতি আলোকচিত্র, পরিবেশগত প্রবন্ধ এবং তরুণ উৎসাহীদের পরামর্শদানে তাঁর অসামান্য অবদানের জন্য এনএসএসবির প্রতিষ্ঠাতা পরিচালক প্রয়াত শেখর নাথ রায়কে মরণোত্তর ‘অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স’ প্রদান করা হয়। তাঁর স্ত্রী শ্রীমতী প্রণোতি রায় এবং পুত্র নীলাদ্রি রায় তাঁর পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন। ছবি তোলা ও প্রবন্ধ লেখার মাধ্যমে পাখি, গাছপালা এবং প্রাকৃতিক সৌন্দর্য ধারণে ব্যতিক্রমী সৃজনশীলতার জন্য ১৮ জন সম্মানিত অবদানপ্রদানকারিকে বিশেষ সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়, যা প্রকাশনা এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোকে সমৃদ্ধ করেছে, তাছাড়া পাঠক ও তরুণ প্রকৃতিপ্রেমীদের অনুপ্রাণিত করেছে। ব্যাংক এশিয়ার পৃষ্ঠপোষকতার পাশাপাশি, এনএসএসবির কয়েকজন দাতা সদস্যও অনুদান প্রদান করেছে, এনএসএসবির তাদের কাছে কৃতজ্ঞ।
সমাপনী বক্তব্যে, এনএসএসবির চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া সকল পুরষ্কারপ্রাপ্ত ব্যাক্তি, পৃষ্ঠপোষক এবং অনুদান প্রদানকরিদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এনএসএসবির প্রকৃত সাফল্য, এর সদস্য এবং অবদানপ্রদানকারিদের সম্মিলিত প্রচেষ্টার উপর নির্ভর করে এবং এর উন্নতি এর ভেতরেই নিহিত রয়েছে। আমাদের মূল প্রচেষ্টা হচ্ছে একটি সবুজ, সচেতনতর বাংলাদেশ বিনির্মাণ। তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকৃত শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধির আশা ব্যাক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এনএসএসবি’র সম্মাননা প্রদান সম্পন্ন

আপডেট সময় :

শিক্ষা ও সচেতনতায় বিশেষ অবদান রাখায় কীর্তিমান ব্যাক্তিত্বদের সম্মাননা প্রদান করে পরিবেশবান্ধব সংগঠন নেচার স্টাডি সোসাইটি অফ বিডি (এনএসএসবি)। গত শনিবার সুং গার্ডেন রেস্তোরাঁয় এক সমাবেশের মধ্যদিয়ে এনএসএসবি-এর সদস্য, প্রশিক্ষণার্থী, সংস্থার কর্মকান্ডে বিশেষ অবদান রাখা ব্যক্তিবর্গ, শুভাকাঙ্খিরা এনএসএসবি’র শিক্ষা ও সচেতনতা কর্মসূচিতে তাদের নিষ্ঠা ও সৃজনশীলতায় তাদের উল্লেখযোগ্য অবদান এর জন্য স্বীকৃতি অর্জন করেন।
এনএসএসবি’র চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাক্তিবর্গকে তাদের নেতৃত্ব, সৃজনশীলতা এবং প্রকৃতি নিরীক্ষণ এবং টেকসই সংরক্ষণের বিষয়ে আজীবন সেবা প্রদানের জন্য সম্মানিত করা হয়। অনুষ্ঠানে এনএসএসবি-এর পত্রিকা নেচার স্টাডি ডাইজেস্টের সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ একরামল ইসলামকে তাঁর সম্পাদকীয় উৎকর্ষ এবং দূরদর্শী নেতৃত্বের জন্য “সম্মানসূচক স্বীকৃতি পুরষ্কার” প্রদান করা হয়।
একইভাবে, এনএসএসবির জাতীয় উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর মো. নিয়ামুল নাসের, পিএইচডি-কে সংগঠনের বিকাশে তার সুদীর্ঘ অবদান এবং এনএসএসবির বাস্তববাদী ধারণাগুলির যথার্থ লালন এবং প্রয়োগ এর জন্যে সম্মানসূচক স্বীকৃতি পুরষ্কার প্রদান করা হয়। শিক্ষাগত এবং ক্ষেত্র-ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশগত সচেতনতা বৃদ্ধিতে তাঁর দশক-ব্যাপী নিষ্ঠার স্বীকৃতি হিসেবে নটরডেম নেচার স্টাডি ক্লাব (এনডিএনএসসি)-এর মডারেটর জনাব বিপ্লব কুমার দেবকে ‘অ্যাওয়ার্ড অফ ডিস্টিঙ্কশন’ প্রদান করা হয়।
প্রকৃতি আলোকচিত্র, পরিবেশগত প্রবন্ধ এবং তরুণ উৎসাহীদের পরামর্শদানে তাঁর অসামান্য অবদানের জন্য এনএসএসবির প্রতিষ্ঠাতা পরিচালক প্রয়াত শেখর নাথ রায়কে মরণোত্তর ‘অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স’ প্রদান করা হয়। তাঁর স্ত্রী শ্রীমতী প্রণোতি রায় এবং পুত্র নীলাদ্রি রায় তাঁর পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন। ছবি তোলা ও প্রবন্ধ লেখার মাধ্যমে পাখি, গাছপালা এবং প্রাকৃতিক সৌন্দর্য ধারণে ব্যতিক্রমী সৃজনশীলতার জন্য ১৮ জন সম্মানিত অবদানপ্রদানকারিকে বিশেষ সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়, যা প্রকাশনা এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোকে সমৃদ্ধ করেছে, তাছাড়া পাঠক ও তরুণ প্রকৃতিপ্রেমীদের অনুপ্রাণিত করেছে। ব্যাংক এশিয়ার পৃষ্ঠপোষকতার পাশাপাশি, এনএসএসবির কয়েকজন দাতা সদস্যও অনুদান প্রদান করেছে, এনএসএসবির তাদের কাছে কৃতজ্ঞ।
সমাপনী বক্তব্যে, এনএসএসবির চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া সকল পুরষ্কারপ্রাপ্ত ব্যাক্তি, পৃষ্ঠপোষক এবং অনুদান প্রদানকরিদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এনএসএসবির প্রকৃত সাফল্য, এর সদস্য এবং অবদানপ্রদানকারিদের সম্মিলিত প্রচেষ্টার উপর নির্ভর করে এবং এর উন্নতি এর ভেতরেই নিহিত রয়েছে। আমাদের মূল প্রচেষ্টা হচ্ছে একটি সবুজ, সচেতনতর বাংলাদেশ বিনির্মাণ। তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকৃত শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধির আশা ব্যাক্ত করেন।