সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে বিএনপি নেতা আব্দুল গফুরের বিশাল জনসভা
জয়পুরহাট প্রতিনিধি
- আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাঁচমাথা মোড়ে গতকাল রোববার বিএনপি নেতা আব্দুল গফুরের নেতৃত্বে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে আব্দুল গফুর বলেন, “দলীয় মনোনয়নে প্রকৃত ত্যাগী ও যোগ্য নেতাকে মূল্যায়ন করা সময়ের দাবি। আমি জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে মাঠে আছি। জয়পুরহাট-১ আসনে জনগণ যাকে চায়, দল তার পক্ষেই সিদ্ধান্ত নেবে বলে আমি বিশ্বাস করি।” আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি আবারও গণমানুষের রাজনীতিতে ফিরে আসবে।
সভায় উপস্থিত ছিলেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ, যাদের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবে পরিণত হয়।
তিনি আরও বলেন, “আমার রাজনীতি ব্যক্তিস্বার্থের জন্য নয়, বরং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। বিএনপি সবসময় জনগণের দল, তাই জনগণের রায়ই হবে চূড়ান্ত।”
















