লালপুরে পুলিশ ও র্যাবের অভিযান
পদ্মার চরে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২০
- আপডেট সময় : ৩১ বার পড়া হয়েছে
নাটোরের লালপুরে পদ্মা নদীর চর ও উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ১টি রিভলবার ও একটি সুটারগান সহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় পদ্মা চরের ৪ সন্ত্রাসী সহ, বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী, ইমো হ্যাকার ও গ্রেপ্তারী পরোয়ানা প্রাপ্ত আসামী সহ ২০ জনকে আটক করা হয়। গত শনিবার রাত থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত এ অভিযানে পুলিশ ও র্যাবের তিন শতাধিক সদস্য অংশ নেয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, উদ্ধার করা ১টি রিভলবার ও একটি সুটারগান সহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র পদ্মাচরের সন্ত্রসীদের একটি আস্থায় আস্তানায় বিশ্রাম নেওয়ার চোকির পাটাতনের নিয়ে বিশেষ ভাবে আটকে রাখাছিল।
আটককৃতদের মধ্যে পদ্মাচরের কাঁকন গ্রুপের ৪ জন, মাদক ব্যবসায়ী ২ জন, ইমো হ্যাকার ২জন, গ্রেপ্তারী পরোয়ানা প্রাপ্ত আসামী ৪ জন, হত্যা মামলার আসামী ১ জন, সাজাপ্রাপ্ত ১জন ও সন্দেহ ভাজন ৬জন রয়েছেন।
এঘটনায় লালপুর থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।
নাটোর পুলিশ সুপার তারিকুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, লালপুরের চরাঞ্চলে পুলিশের সম্মিলিত অভিযান অব্যাহত থাকবে।















