কাঁঠালিয়ায় মানববন্ধন
- আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়ায় গুরুত্বপুর্ন একটি সড়কে গার্ডার ব্রীজের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়োথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশনের আয়োজনে গতকাল সোমবার উপজেলার আমুয়া বন্দরের পুর্বপাড় উপজেলা হাসপাতাল সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসুচী পালিত হয়।
রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীসহ স্থানীয় শত শত লোকজন এতে অংশ নেয়।
এসময় বক্তব্য দেন, আমুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নকিরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার মজিবুর রহমান, প্রধান শিক্ষক মো.মাহবুব হোসেন, মো. মঞ্জুরুল হক, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আঃ মান্নান তালুকদার, যুবদল নেতা তুহিন মিয়া, শিক্ষার্থী লামিয়া আক্তার, অরিন্দম মজুমদার ও ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান প্রমূখ।
মানববন্ধনে বক্তরা বলেন, এ সড়ক দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কমপক্ষে ৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও আমুয়া বন্দরের হাটুরের হাজার হাজার মানুষ চলাচল করে। বর্তমানে ব্রীজের পাশের একটি বিকল্প কাঠের সেতু তৈরী জীবনের ঝুকি নিয়ে হাসপাতালের এ্যাম্বুলেন্সসহ মানুষ ও যানবাহন পারাপার হচ্ছে। প্রায়ই ঘটছে দুর্ঘনা।
জানাগেছে, ২০২১-২২ অর্থ বছরে হলতা নদীর শাখা ধোপা খালের ওপর গুরুত্বপুর্ন গার্ডার ব্রীজের কাজ পায় বরিশালের ঠিকাদারী প্রতিষ্ঠান পোদ্দার এন্টারপ্রাইজ। তিন বছরে কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ।
উপজেলা এলজিইডি প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, ব্রীজ নির্মাণে শুরুতে এপ্রোচ সড়ক নিয়ে জটিলতা দেখা দেয়। পরে উচ্চতা কম হওয়ায় পুরনায় নকশা পরিবর্তন করা হয়েছে। এতে ব্রীজের কাজে সময় লাগছে। তবে কাজ চলছে তা ধীর গতিতে। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানকে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


















