ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিনে আগুন, দুই ঘন্টা চলাচল বন্ধ
- আপডেট সময় : ৩৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহে যাত্রীবাহী বলাকা কমিউটার চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগায় ময়মনসিংহ-নেত্রকোনা লাইনে দুই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
আজ মঙ্গলবার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এবং বিসকার মাঝামাঝি রাঘবপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে।
বলাকা ট্রেনের বুকিং ক্লার্ক মো: আলম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান- ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোনার জারিয়ার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এবং বিসকা স্টেশনের মাঝামাঝি রাঘবপুর এলাকায় আসতেই যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ট্রেনটির ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে ইঞ্জিন বন্ধ হলে ট্রেন থামানো হয়। এসময় প্রচণ্ড ধোঁয়া বের হতে থাকলে যাত্রীরা আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে ট্রেন থেকে নামেন। এতে নেত্রকোনা লাইনে দুই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
গৌরীপুর রেলওয়ে জংশনের আরএনবি ইনচার্জ মোর্শেদুজ্জামান জানান- এ ঘটনায় কোন হতা-হত হয়নি। বিকল্প ইঞ্জিনে দিয়ে ট্রেনটি সচল করা হয়েছে। দুই ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

















