ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

কেশবপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে

Oplus_0

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর জেলার কেশবপুর উপজেলার ৩নং মজিদপুর ইউনিয়নে শ্রমিকদের অধিকার ও কল্যাণে এক তাৎপর্যপূর্ণ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় প্রতাপপুর চৌরাস্তা মোড়ে ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এই সমাবেশে এলাকার শত শত শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার আমির ও যশোর-০৬ (কেশবপুর) আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী । তিনি বলেন,শ্রমিক শ্রেণিই দেশের অর্থনীতির প্রাণ। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। শ্রমজীবী মানুষের ঘাম ও শ্রমের মর্যাদা দিতে হবে বাস্তব কর্মপরিকল্পনার মাধ্যমে।তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শ্রমজীবী মানুষকে অবমূল্যায়ন করা বন্ধ করতে হবে। শ্রমিকদের কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী যশোর জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুস ছামাদ। তিনি বলেন, শ্রমিক আন্দোলন কখনো শুধু দাবি আদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি নৈতিক সংগ্রাম— ন্যায়, ইনসাফ ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক তবিবুর রহমান, মাওলানা আব্দুল মোমিন, অধ্যাপক তাজাম্মুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম , মাওলানা আব্দুল খালেক,মাওলানা কামরুজ্জামান, মাওলানা আব্দুর রাজ্জাক, অধ্যাপক আবু হুরাইরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ ওয়ালিউল্লাহ এবং সভাপতিত্ব করেন ৩নং মজিদপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল কুদ্দুস ।
সভায় বক্তারা শ্রমিক সমাজের ন্যায্য দাবি আদায়, সুষ্ঠু মজুরি নিশ্চিতকরণ, শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশ শেষে শ্রমিকদের মধ্যে ঐক্যের অঙ্গীকার উচ্চারিত হয় এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় শ্রমিক কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কেশবপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় :

যশোর জেলার কেশবপুর উপজেলার ৩নং মজিদপুর ইউনিয়নে শ্রমিকদের অধিকার ও কল্যাণে এক তাৎপর্যপূর্ণ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় প্রতাপপুর চৌরাস্তা মোড়ে ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এই সমাবেশে এলাকার শত শত শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার আমির ও যশোর-০৬ (কেশবপুর) আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী । তিনি বলেন,শ্রমিক শ্রেণিই দেশের অর্থনীতির প্রাণ। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। শ্রমজীবী মানুষের ঘাম ও শ্রমের মর্যাদা দিতে হবে বাস্তব কর্মপরিকল্পনার মাধ্যমে।তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শ্রমজীবী মানুষকে অবমূল্যায়ন করা বন্ধ করতে হবে। শ্রমিকদের কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী যশোর জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুস ছামাদ। তিনি বলেন, শ্রমিক আন্দোলন কখনো শুধু দাবি আদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি নৈতিক সংগ্রাম— ন্যায়, ইনসাফ ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক তবিবুর রহমান, মাওলানা আব্দুল মোমিন, অধ্যাপক তাজাম্মুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম , মাওলানা আব্দুল খালেক,মাওলানা কামরুজ্জামান, মাওলানা আব্দুর রাজ্জাক, অধ্যাপক আবু হুরাইরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ ওয়ালিউল্লাহ এবং সভাপতিত্ব করেন ৩নং মজিদপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল কুদ্দুস ।
সভায় বক্তারা শ্রমিক সমাজের ন্যায্য দাবি আদায়, সুষ্ঠু মজুরি নিশ্চিতকরণ, শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশ শেষে শ্রমিকদের মধ্যে ঐক্যের অঙ্গীকার উচ্চারিত হয় এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় শ্রমিক কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।