দেওয়ানগঞ্জে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বাঁশতলী মাঠে নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা, বাল্যবিবাহ রোধ, তথ্যপ্রযুক্তির অপব্যবহার ও শিশু সুরক্ষা বিষয়ক সচেতনামূলক সমাবেশ গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে।উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির ব্যবস্থাপক এস. এ সামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাররাম রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া। সমাবেশে অন্যান্যের মধ্যে মহিলা বিষয়ক অফিসের ক্রেডিট সুপারভাইজার আব্দুর রশিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিতি ছিলেন।আলোচনা অনুষ্ঠান ছাড়াও সমাবেশে বিষয়ভিত্তিক গান এবং সচেতনামূলক নাটিকা প্রদর্শন করা হয়। উল্লিখিত বিষয়ে নানা তথ্য উপাত্ত উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে অভিভাবক, শিক্ষক, কিশোর-কিশোরী, স্থানীয় গণ্যমান্যদের সহযোগিতা কামনা করা হয়।সমাবেশে চর আমখাওয়া, পাররামরামপুর, চর হাজীগঙ্গা এবং ডাংধরা ইউনিয়নের ১২টি সংলাপ কেন্দ্র থেকে প্রায় ৩০০ শতাধিক কিশোরীসহ পাঁচ শতাধিক জনগণ অংশ নেন।উল্লেখ্য, সম্প্রতি উন্নয়ন সংঘ সিডস প্রকল্প জামালপুর সদর উপজেলায় এবং ইসলামপুর উপজেলায় আরও দু’টি সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশেও সহস্রাধিক কিশোর-কিশোরীসহ স্থানীয় জনগণ অংশ নেন। উন্নয়ন সংঘ সিডস প্রকল্প তিন হাজার সুবিধাবঞ্চিত দরিদ্র পরিবার নিয়ে ২০২৩ সাল থেকে আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। যা ২০২৮ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। কর্মসূচির সার্বিক কারিগরি এবং আর্থিক সহায়তা করছে স্টমি ফাউন্ডেশন বাংলাদেশ।


















