ঘাটাইলে দৈনিক দৃষ্টি প্রতিদিনের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী
- আপডেট সময় : ৭৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে ‘দৈনিক দৃষ্টি প্রতিদিন’ পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। গতকাল বুধবার বিকালে ঘাটাইল বাসট্যান্ডের সাজিদ ম্যানশনে এ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সংক্ষিপ্ত আলোচনান্তে কেক কেটে ও মিষ্টি বিতরণ করে ‘দৈনিক দৃষ্টি প্রতিদিন’ পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘দৈনিক দৃষ্টি প্রতিদিন’ পত্রিকার ঘাটাইল প্রতিনিধি আব্দুল কাদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা ঘাটাইল শাখার সভাপতি ও নিউজ ২৪ এর স্টাফ রিপোটার ইয়ামিন হাসান, জাতীয় সাংবাদিক সংস্থা ঘাটাইল শাখার সহ-সভাপতি নন্দিত টেলিভিশন ও দৈনিক গণমুক্তি পত্রিকার ঘাটাইল প্রতিনিধি মোঃশফিকুল ইসলাম, টেলিভিশন রিপোটার্স ইউনিটি নর্থ টাঙ্গাইলের সভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি হাবিবুর রহমান, টেলিভিশন রিপোটার্স ইউনিটি নর্থ টাঙ্গাইলের সাধারণ সম্পাদক ও মোহনা টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি গোলাম মোস্তফা,টেলিভিশন রিপোটার্স ইউনিটি নর্থ টাঙ্গাইলের সাংগঠনিক সম্পাদক ও আনন্দ টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আবু মো: শোয়েব ডন, টেলিভিশন রিপোটার্স ইউনিটি নর্থ টাঙ্গাইলের অর্থ সম্পাদক ও মাই টিভির প্রতিনিধি আবু রায়হান, টেলিভিশন রিপোটার্স ইউনিটি নর্থ টাঙ্গাইলের সম্মানিত সদস্য মীর আলেয়া পারভীনসহ উপস্থিত ছিলেন অন্যান্য ব্যাক্তিবর্গ।


















