ধুনটে চোখ উপড়ে ও কান কেটে হত্যা, খেতে লাশ উদ্ধার
- আপডেট সময় : ৩৯ বার পড়া হয়েছে
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর পুত্র মোঃ নুরুল ইসলাম (৬২)–এর মরদেহ শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) সকালে স্থানীয় কৃষকরা লাশটি পড়ে থাকতে দেখে এলাকায় খবর ছড়িয়ে দিলে তারা দ্রুত পুলিশকে জানায়।
উদ্ধারকৃত লাশের দৃশ্য ছিল অত্যন্ত নৃশংস। নুরুল ইসলামের দুইটি চোখ উপড়ে ফেলা হয়েছে এবং একটি কান কেটে নেওয়া হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করে লাশটি খেতে ফেলে রাখা হয়েছে।
খবর পেয়ে ধুনট থানা ও শেরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি ঘিরে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তদন্তের স্বার্থে পুলিশের কর্মকর্তারা স্থানীয়দের সঙ্গে কথা বলছেন । এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।


















