‘সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ মুক্ত দেশ গড়ে তুলতে চাই’
- আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
আমরা সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ মুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। পরিবর্তনের লক্ষ্যে আমাদের সকল প্রতিশ্রুতি। আমারা দুর্বিত্তায়নের পরিবর্তে একটি আদর্শিক রাজনীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সৎ রাজনীতি প্রতিষ্ঠা করবো। দেশের মানুষ বলাবলি শুরু করেছে, তারা আওয়ামীলীগের শাসন দেখেছে, বিএনপির শাসন দেখেছে, জাতীয় পার্টির শাসন দেখেছে এবার জামায়াতের শাসন দেখতে চায়। আমরাও জাতীকে আশ্বস্ত করতে চাই সৎ, যোগ্য, ন্যায় নিষ্ঠাবান নেতৃত্ব গঠনে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হয়েছি, আমাদেরকে আরেকটি লড়াই করতে হবে সে লড়াই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আমরা হুশিয়ার করে বলে দিতে চাই যারা আমাদের পোস্টার ছিড়ছেন, আমাদের নারী-কর্মীদের অনুষ্ঠানে বাধা দিচ্ছেন তারা সাবধান হয়ে যান। গতকাল শনিবার কুমিল্লা ১০ আসনের নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের ‘রাইড ফর চেঞ্জ’ নামের একটি মোটর শোভাযাত্রা চলাকালে পথ সভায় ওই আসনের প্রার্থী ইসলামি ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাত এসব কথা বলেন।
মোটরসাইকেল শোভাযাত্রাটি নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সকাল নয়টায় শুরু করে নাঙ্গলকোট ও লালমাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে লালমাই উপজেলা মডেল মসজিদ সংলগ্ন মাঠে এসে শেষ করে। প্রায় ৫ সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন চলাকালে নাঙ্গলকোট উপজেলার জোড্ডা, দৌলখাঁড়, বক্সগঞ্জ, ঢালুয়া, মৌকরা, ঝাটিয়াপাড়া ও বাঙ্গড্ডা বাজার এবং লালমাই উপজেলার ভুশ্চি, হরিশ্চর ও বাগমারা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।
মোটর শোভাযাত্রায় নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১০ (নাঙ্গলকোট -লালমাই) আসনের প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা অফিস সম্পাদক ও পেরুল ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সরোয়ার কামাল, নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, সেক্রেটারি নুরুল ইসলাম হাসান, লালমাই উপজেলা আমীর আবদুর নুর, সেক্রেটারি ইমাম হোসেন, জামায়াত নেতা ডক্টর দেলোয়ার হোসাইন, সি আই পি গোলাম কবির ভূঁইয়া, উপজেলা জামায়াত নায়েবে আমির এসএম মহিউদ্দিন, মাওলানা ইউসুফ আলী, সহকারী সেক্রেটারি ইয়াসিন মজুমদার, পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাংবাদিক শহীদ উল্লাহ মিয়াজী, জামায়াত নেতা এডভোকেট শরীফ উদ্দিন খন্দকার, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি খায়রুল ইসলাম, নাঙ্গলকোট পৌরসভা জামায়াত আমির হারুনুর রশীদ, সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ।




















